প্রচ্ছদ / শিক্ষা / বিস্তারিত

বাকৃবিতে দু’দিন ব্যাপী কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তি মেলার উদ্বোধন

১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৪:৪৯

ছবি: প্রতিনিধি, সংবাদবেলা

বাকৃবি প্রতিনিধি: আধুনিক কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তির সাথে কৃষকদের পরিচিতি বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দু’দিন ব্যাপী কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডে এই মেলার উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

‘বাংলাদেশ সোসাইটি অব অ্যাগ্রিকালচার মেশিনারি অ্যান্ড বায়ো রিসোর্স ইঞ্জিনিয়ারিং (বিএসএএমবিই) এবং বিশ্ববিদ্যালয়ের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, কৃষিবিদ ফার্ম মেশিনারি অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড, এসিআই মোটরস লিমিটেড, বাংলামার্ক এগ্রো মেশিনারিজ, এস কিউ এগ্রিকালচার লিমিটেড সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান স্টল দিয়েছে।

মেলায় দেখা যায়, প্রদর্শনের জন্য রাখা বিভিন্ন অত্যাধুনিক কৃষি যন্ত্রপাতির মধ্যে দর্শনার্থীদের সবচেয়ে নজর কেড়েছে এসিআই মোটরস লিমিটেডের ২৫ লাখ টাকা মূল্যের ড্রোন।

তাছাড়া মেলায় কফি পাল্পার, কম্পোস্ট সেপারেটর, মূল জাতীয় সবজি ধৌতকরণ যন্ত্র, ট্রাক্টর, নারিকেলের ছোবড়া ছাড়ানোর যন্ত্র, পাওয়ার উইডার, ফল শোধন যন্ত্র, মিনি কম্বাইন্ড হার্ভেস্টার, সিডার এবং নিউ হল্যান্ড ট্রাক্টরসহ হরেক ধরণের প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (বিআরআরআই) এক প্রতিনিধি জানান, ‘আমরা ১০ রকমেরও বেশি ধরণের প্রযুক্তি এনেছি। তবে এগুলো কেবল প্রদর্শনীর জন্য, বিক্রয়ের জন্য আনা হয়নি।’

এসকিউ এগ্রিকালচার লিমিটেডের এক বিক্রয় প্রতিনিধি জানান, ‘আমরা নিউ হল্যান্ড ট্রাক্টরসহ আরো কয়েকটি আধুনিক যন্ত্রপাতি মেলায় এনেছি।’ তবে এসব ক্রয় করতে শোরুমে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।

ময়মনসিংহের কেওয়াটখালীর কৃষক রফিক জানান, ‘টিভিতেই কেবল এসব যন্ত্রপাতি দেখেছি। সামনাসামনি আজ প্রথম দেখলাম। আজকাল আমাদের মাঠে কাজ করতে অনেক কষ্ট করতে হয়, কিন্তু এই যন্ত্রগুলোর ব্যবহার করলে কষ্ট অনেক কমে যাবে। যদি সরকার সাহায্য করে, তবে আমাদের জন্য এসব যন্ত্র কেনা আরও সহজ হয়ে যাবে।’

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য