![](https://sangbadbela.com/wp-content/uploads/2025/01/UU-Creative-03.gif)
![](https://sangbadbela.com/wp-content/uploads/2024/10/728-90_02-islami-bank_.gif)
আগুনে পুড়ে আমার সব শেষ হয়ে গেছে, আর কিছু নেই: কাফির বাবা
![](https://sangbadbela.com/wp-content/uploads/2025/02/a-132.jpg)
দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত গভীর রাতে এ আগুনে ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। গভীর রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টে এ অভিযোগ করেন কাফি।
আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) গণমাধ্যমের কাছে ঘটনার বর্ণনা দেন কাফির বাবা মাওলানা মো. এ বি এম হাবিবুর রহমান। আক্ষেপ করে কাফির বাবা বলেন, ‘আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে, আর কিছু নেই। আমাদের পুড়িয়ে মারার জন্যই এমন ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমরা এর তদন্তপূর্বক বিচার চাই।’
তিনি আরও বলেন, ‘আগুন লাগার পর আমরা যে যার মতো করে দরজা ভেঙে বের হয়েছি, কিছু নেই। সব শেষ হয়ে গেছে। আগুনে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’ ক্ষোভ প্রকাশ করে কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি বলেন, ‘মধ্যরাতে আমার বাড়ির রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। কোন দেশের জন্য কাদের জন্য কথা বলেছিলাম! যুদ্ধ করেছিলাম এবং করছি। নিরাপত্তা পাইনি।’
এই ঘটনার বিষয়ে প্রতিবেশী ওয়ালি উল্লাহ ইমরান বলেন, ‘আগুন লাগার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসকে খবর দিই। তাদের সঙ্গে আমরাও আগুন নির্বাপণের কাজে নেমে যাই। এটা সম্পূর্ণ পরিকল্পিত। কারণ, জানালার বাইরে থেকে ছিটকিনি লাগানো ছিল। সবাই এক কাপড়ে বের হয়ে কোনমতে প্রাণ বাঁচিয়েছেন।’
এদিকে কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. ইলিয়াস হোসাইন বলেন, ‘রাত সোয়া ২টার দিকে নুরুজ্জামান কাফির বাসায় আগুনের খবর পাই। এমন সংবাদের ভিত্তিতে আমরা দ্রুত ঘটনাস্থলে চলে যাই। যাওয়ার পর দেখি আগুন সিলিংয়ে উঠে গেছে। আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে দ্রুত সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।’
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য