প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত

আসছে সাবেক সেনাদের দল, থাকতে পারেন সাবেক ২০ মন্ত্রী-এমপি

১২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪০:৪১

এবার সাবেক সেনা কর্মকর্তাদের একাংশের উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি চলছে। এই দলে সাবেক সেনা কর্মকর্তারা ছাড়াও আধাসামরিক, ব্যবসায়ী, সুধীসমাজের প্রতিনিধি, সাবেক আমলা, বিভিন্ন রাজনৈতিক দলের বঞ্চিত নেতা ও পেশাজীবীরা যোগ দেবেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন। দলটি গঠনে নেতৃত্ব দিচ্ছেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল। এরই মধ্যে এই দলের সাংগঠনিক ও প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
 
এই কমিটির সম্পাদক পদে রয়েছেন মেজর জেনারেল (অব.) ইবনে ফজল সায়েখুজ্জামান। সহসম্পাদক পদে রয়েছেন, মেজার (অব.) দেলোয়ার হোসেন খান ও জাতীয় পার্টির সাবেক নেতা নুরুল কাদের সোহেল। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নতুন এই রাজনৈতিক দলটির নাম এখনো ঠিক হয়নি। এ নিয়ে চিন্তা-ভাবনা চলছে। আগামী ২৬ মার্চ দলটির আত্মপ্রকাশ অনুুষ্ঠানে নাম প্রকাশ করা হতে পারে।

এদিকে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামালসহ সাবেক পাঁচজন সেনাপ্রধানকে নিয়ে একটি রাজনৈতিক দল গঠন করা হয়েছে বলে সম্প্রতি একটি সংবাদ প্রকাশ হয়। এর প্রতিবাদে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভুঁইয়া গত ৪ ফেব্রুয়ারি নিজের ফেসবুকে পোস্টে জানান, ‘তাঁর রাজনৈতিক দলে যোগদানের বিষয়ে প্রকাশিত খবর সঠিক নয়। পরের দিন আরেকটি পোস্টে জানান, সংশ্লিষ্ট সংবাদমাধ্যমটি দুঃখ প্রকাশ ও ভুল স্বীকার করেছে এবং খবরটি প্রত্যাহার করে নিয়েছে।

আরেক অবসরপ্রাপ্ত লে. জেনারেল ওই খবরটি প্রকাশের জন্য সংশ্লিষ্ট সংবাদমাধ্যমটির বিরুদ্ধে মানহানির মামলা করারও ঘোষণা দেন। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামালও সম্প্রতি একটি টিভি চ্যানেলের টক শোতে বলেছেন, ‘আমাকেসহ সাবেক পাঁচ সেনাপ্রধানকে নিয়ে দল গঠনের খবরটি মিথ্যা। তবে ভালো মানুষদের নিয়ে একটি রাজনৈতিক প্ল্যাটফরম গঠনের প্রক্রিয়া চলছে। এটা সামনে আত্মপ্রকাশ করবে। দলের নাম এখনো ঘোষণা হয়নি।

আলোচনা চলছে। আমাদের সঙ্গে শুধু ভালো মানুষরা থাকবেন। দেশপ্রেমিক, যাঁদের চরিত্র কলঙ্কমুক্ত, শুধু তাঁরাই আমাদের দলে থাকতে পারবেন। কোনো কুলাঙ্গার, অর্থপাচারকারী, দলবাজ, ডিগবাজি দেওয়া কোনো মানুষ আমাদের সঙ্গে থাকতে পারবেন না।’ যুক্তরাষ্ট্রপ্রবাসী একজন সাবেক সেনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মো. মুস্তাফিজুর রহমান কিছুদিন আগে অভিযোগ করেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল যে দলটি গঠন করতে যাচ্ছেন, তা হবে আওয়ামী লীগের ‘বি’ টিম। তবে সেই অভিযোগ অস্বীকার করেছেন নতুন এই দলটির উদ্যোক্তারা।

গত ২ ফেব্রুয়ারি রাজধানীর ইসিবি চত্বরে টাওয়ার্স-৭১-এর কনভেনশন হলে এই দল গঠনের বিষয়ে একটি মতবিনিময়সভা করা হয়। সভায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ও সাবেক বেশ কয়েকজন সেনা কর্মকর্তা ছাড়াও শিক্ষার্থী ও পেশাজীবীদের দেড় শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

জানা গেছে, কয়েক মাস ধরে এই রাজনৈতিক দলটি গঠনের প্রক্রিয়া এগিয়ে নিতে ব্যক্তিগত ও সামষ্টিকভাবে অসংখ্যা বৈঠক ও আলোচনাসভা করেছেন প্রস্তাবিত এই দলটির আহ্বায়ক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল। দল গঠন ও পরিচালনার জন্য চারটি পর্যায়ের কমিটি কাজ করছে। এর মধ্যে থিংক ট্যাংক ও গঠনতন্ত্র প্রণয়ন কমিটি, উপদেষ্টা কমিটি, সংসদ সদস্য বাছাই কমিটি ও সাংগঠনিক পরিচালনা কমিটি। সাময়িকভাবে একটি সাংগঠনিক অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

এদিকে সাংগঠনিক অ্যাডহক কমিটিতে সাধারণ সম্পাদক মেজর জেনারেল (অব.) ইবনে ফজল সায়েখুজ্জামান গতকাল বলেন, দলটির গঠনতন্ত্র প্রণয়নে কার্যক্রম পরিচালনা করছে ১০ সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি। সেখানে উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন মেজর জেনারেল (অব.) এফ এম জাহিদ হোসেন ও ব্রি. জে. (অব.) মো. আবুল হাসেম। তাঁদের দলের সাংগঠনিক কমিটিতে আছেন মেজর (অব.) দেলোয়ার হোসেন খান, লে. কর্নেল (অব.) মো. মোয়াজ্জেম হোসেন। এ ছাড়া সার্বিক কার্যক্রমে সমন্বয় করছেন মেজর জেনারেল (অব.) ইসমাইল ফারুক চৌধুরী, লে. জেনারেল (অব.) সাব্বির আহমেদ, লে. জেনারেল (অব.) এস এম মতিউর রহমান ও লে. জেনারেল (অব.) নাজিম উদ্দিন।
 
তিনি বলেন, ‘আমরা সব ধরনের সরকারব্যবস্থা দেখেছি। দেখেছি গণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক, তত্ত্বাবধায়ক, অন্তর্বর্তী, সেনাসমর্থিত সরকার। সব সময়ই জনগণ নিষ্পেষিত হয়েছে। সামগ্রিকভাবে আমাদের মনে হয়েছে, জনগণ নতুন কিছু চায়। তারা ভালো থাকতে চায়। আমরা ভালো থাকতে পারছি না এই কারণে যে, যারা ক্ষমতায় আসে তারা পেশিশক্তি ও দুর্নীতির মাধ্যমে দেশ শাসন করতে চায়। রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান, ব্যবসায়ীদের দলীয়করণ করে। আমরা এর পরিবর্তন চাই। সততা ও নিরপেক্ষতা আছে এমন আমলা, রাজনীতিবিদ, সামরিক বাহিনীর সাবেক সদস্য, ব্যবসায়ী, সুধী ব্যক্তিরা—এঁদের নিয়ে দল গঠন করতে চাই। এঁদের মধ্যে ১০-১৫ জনকেও প্রতিনিধিত্বমূলকভাবে যদি সংসদে পাঠাতে পারি, তাঁরা সেখানে প্রাথমিক পরিবর্তনটা আনতে পারবেন, ফাইট দিতে পারবেন।’

সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, ১৭০ জন সাবেক সামরিক কর্মকর্তা, চারজন সাবেক মন্ত্রী, ১৫ জন সাবেক সংসদ সদস্য, পাঁচজন সাবেক আমলা এবং ২০ জন দেশবরেণ্য সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আইনজীবী নতুন এই রাজনৈতিক দলে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এ ছাড়া দেশের শীর্ষ ১০ ব্যবসায়ী প্রতিষ্ঠানের কয়েকজন উদ্যোক্তা এই দলে যোগ দিতে পারেন। এমনকি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নেতৃত্ব দেওয়া ব্যবসায়ী নেতারা এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের পরীক্ষিত নেতাকর্মীরা যোগ দিতে পারেন বলে তাঁরা আশা করছেন। তবে দলের গঠনপ্রক্রিয়া শেষ না হওয়ার কারণে সবার নামের তালিকা প্রকাশ করা হচ্ছে না। আইনগতভাবে গঠনপ্রক্রিয়া শেষে পূর্ণাঙ্গ কমিটিসহ তালিকা প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।

এ বিষয়ে দলের আহ্বায়ক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল বলেন, ন্যায্যতাভিত্তিক বাংলাদেশ গঠনের উদ্দেশ্যে সৎ, শিক্ষিত, দেশপ্রেমিক, নিঃস্বার্থ ভালো মানুষকে নিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শের ওপর ভিত্তি করে রাজনৈতিক দলটি পরিচালিত হবে। প্রাথমিকভাবে দলটি সাবেক সামরিক সদস্য সমর্থিত হলেও এখানে সব পেশাজীবীর সমন্বয় থাকবে। এই দলে বড় অংশজুড়ে নেতৃত্ব দেবে সমাজের তরুণ ও ছাত্ররা। খুব শিগগিরই জাতীয় সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব নির্ধারণ করা হবে। 

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য