‘মেক্সিকো উপসাগর’ উধাও, নতুন নাম ‘গালফ অব আমেরিকা’

১২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৯:৪২

আগে ‘মেক্সিকো উপসাগর’ নামে পরিচিত জলাশয়টি এখন গুগল ম্যাপসে যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবহারকারীদের জন্য ‘আমেরিকা উপসাগর’ নামে তালিকাভুক্ত হয়েছে। এমনটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশের ফলে এসেছে, যেখানে ওই জলাশয়টির নাম পরিবর্তন করা হয়েছে। গুগল আগে জানিয়েছিল, তারা ‘সরকারি সূত্রে নাম পরিবর্তন হলে তা মানিয়ে নিতে দীর্ঘদিনের নীতি মেনে চলে।’ খবর সিএএনের। 
 
এক বিবৃতিতে গুগল জানায়, ‘যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা গুগল ম্যাপে ‘আমেরিকা উপসাগর’ বা ‘গালফ অব আমেরিকা’ দেখতে পাবেন। তবে মেক্সিকোর ব্যবহারকারীরা ‘মেক্সিকো উপসাগর’ বা ‘গালফ অব মেক্সিকোই’ দেখতে পাবেন। এবং অন্যান্য ব্যবহারকারীরা দুটি নামেই জলাশয়টিকে দেখতে পাবেন।’ 

গত মাসে গুগল আরও জানিয়েছিল যে, ট্রাম্পের আদেশ অনুযায়ী যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ‘মাউন্ট ম্যাককিনলি’-এর নাম পরিবর্তন করে আবারও ‘ডেনালি’ করা হবে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১৫ সালে আলাস্কার এই ঐতিহাসিক পর্বতকে স্থানীয় বাসিন্দাদের সম্মানে ‘ডেনালি’ নামে পরিবর্তন করেছিলেন। তবে মঙ্গলবার পর্যন্ত গুগল ম্যাপে এই পরিবর্তন কার্যকর করা হয়নি।

এই পরিবর্তনগুলো ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর স্বাক্ষরিত এক নির্বাহী আদেশের অংশ, যেখানে তিনি বলেন, এই নাম পরিবর্তন ‘আমেরিকার গৌরবকে সম্মান জানায়।’  ওই আদেশে বারাক ওবামার ডেনালি নামকরণের সিদ্ধান্তকে ‘প্রেসিডেন্ট ম্যাককিনলির জীবন, অর্জন ও ত্যাগের প্রতি অপমান’ বলে আখ্যা দেয়া হয়েছে। আদেশে আরও উল্লেখ করা হয়েছে যে, ম্যাককিনলি ‘শুল্ক নীতির পক্ষে ছিলেন’ এবং ‘জাতীয় মূল্যবোধ ও সাফল্যের ওপর এক হামলার’ শিকার হয়ে নিহত হয়েছিলেন, যা ট্রাম্পের নীতির সঙ্গেও তুলনীয়। 

এদিকে, সোমবার যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এই ভূগোলগত নাম পরিবর্তন সম্পর্কে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।’দয়া করে জানানো যাচ্ছে যে, এফএএ বর্তমানে আমাদের ডেটা এবং চার্টগুলো আপডেট করছে, যাতে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ এবং ডেনালির নাম পরিবর্তন করে ‘মাউন্ট ম্যাককিনলি’ দেখানো হয়,’ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এদিকে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড, যা দেশের উপকূলীয় জলসীমা টহল দেয়ার দায়িত্বে রয়েছে, ইতোমধ্যে তাদের জনসাধারণের বিজ্ঞপ্তিতে পরিবর্তিত নাম ‘আমেরিকা উপসাগর’ অন্তর্ভুক্ত করেছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য