প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত

পুলিশকে সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

১১ ফেব্রুয়ারি ২০২৫, ১:৩৬:৪১

এবার কোনো সন্ত্রাসী, ফ্যাসিবাদের দোসর যেন জামিন না পায়, পুলিশকে সতর্ক থাকতে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তাদের জামিন পেয়ে আবারো অপরাধে জড়ানো কোনোভাবেই কাম্য নয়।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে মানবাধিকার বিষয়ক কর্মশালার আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে অংশ নেন পুলিশ সদস্যরা। 

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, এই দেশে গুমের ঘটনা যেন আর না ঘটে। বিচারবহির্ভূত হত্যা যেনো আর না হয়। অপরাধীকে যেনো আইনের আওতায় এনে বিচার করা যায়। 

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, পতিত ফ্যাসিস্টের লোকজন লাখ লাখ টাকা খরচ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিচার থেকে শুরু করে সব বিভাগ সঠিকভাবে কাজ করলে মবতন্ত্র কমে যাবে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য