সোমবার ২৭ অক্টোবর, ২০২৫, ০৮:২৩ অপরাহ্ণ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে শূন্যরেখায় বিএসএর সিসি ক্যামেরা স্থাপন: বিজিবির প্রতিবাদ

১০ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:২২:৪২
ছবি: প্রতিনিধি, সংবাদবেলা

শাহীন আহমেদ, কুড়িগ্রাম থেকে: কুড়িগ্রাম ভুরুঙ্গামারীর দক্ষিণ বাঁশজানী সীমান্তে শূণ্য রেখায় গভীর রাতে সিসি ক্যামেরা স্থাপন করেছে ভারতীয় বিএসএফ। এ ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে বিজিবি।

রবিবার গভীর রাতে ছোট গাড়ল ঝড়া ক্যাম্পের ভারতীয় বিএসএফ সদস্যরা ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি সীমান্তের ৯ এস এর ৯৭৮ নম্বর আন্তজাতিক সীমানা পিলারের পাশে শূণ্য রেখায় একটি ইউক্লিপটাস গাছে একটি সিসি ক্যামেরা স্থাপন করে।

সোমবার ভোরে ফযরের নামাজ আদায় করে স্থানীয় মুসল্লীরা দেখতে পান বাংলাদেশের দিকে তাক করে একটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বিষয়টি বিজিবিকে জানালে বিজিবি বিএসএফকে ডেকে প্রায় টানা দেড় ঘন্টা আলোচনা করে এর কড়া প্রতিবাদ জানান এবং সিসি ক্যামেরা দ্রুত অপসারণ করতে বলেন। তবে এ নিয়ে বিজিবি -বিএসএফের একাধিক আলোচনা হলেও সন্ধা পর্যন্ত ক্যামেরা খুলে নিয়ে যায়নি বিএসএফ।

স্থানীয়রা জানান, দক্ষিণ বাঁশজানি ঝাকুয়াটারী সীমান্তে স্থাপিত ২শ বছরের পুরাতন আলোচিত দুই দেশের এক মসজিদটি পুন: নির্মাণ চলছে। এই মসজিদকে ঘিরে বিএসএফ মসজিদের সন্নিকটে রাতের আধাঁরে সিসি ক্যামেরা স্থাপন করেছে। যেটি আমাদের নিরাপত্তার সংকট সৃষ্টি করেছে।

দক্ষিণ বাঁশজানি ঝাকুয়াটারী জামে মসজিদের সভাপতি আলমগীর হোসেন, সাধারন সম্পাদক কফিলুর রহমান জানান, আমাদের এই মসজিদটিতে ভারত বাংলাদেশের মানুষ একি জামাতে নামাজ পড়েন। মসজিদটি আমাদের পূর্বপুরুষ স্থাপন করেছেন। দেশভাগের সময় গ্রামের মাঝ দিয়ে সীমান্ত রেখা টানা হলেও আমাদের সম্পর্ক ভাগ হয়নি। তখন থেকে আমরা একসাথে একই মসজিদে নামাজ পড়ি। মসজিদটি পুরাতন হয়ে গেলেও নতুন করে স্থাপনের উদ্যোগ নেয়া হয়। এতে বিএসএসফ দফায় দফায় বাঁধা দেয়। তাদের বাঁধার মুখে দুই বছর থেকে মসজিদের কাজ বন্ধ রয়েছে। এবার রাতের আধাঁরে তারা সিসি ক্যামেরা লাগিয়ে গেছে। এতে আমাদের মাঝে নিরাপত্তাহীনতা ও আতংক বিরাজ করছে।

কুড়িগ্রাম ২২ বিজিবির পরিচালক লে: কর্ণেল মাসুদুর রহমান জানান, শূণ্য রেখায় সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে বিএসএফকে তাৎক্ষনিক প্রতিবাদ জানানো হয়েছে। এ নিয়ে তাদের সাথে আলোচনা হয়েছে, তারা ক্যামেরা অপসারণের আশ্বাস দিয়েছেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD

Ad