প্রচ্ছদ / ক্যাম্পাস / বিস্তারিত

নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের আয়োজনে প্রকাশনা উৎসব

১০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৬:৫৭

ছবি: প্রতিনিধি, সংবাদ বেলা

মাসুম মিয়া,জাককানইবি প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের আয়োজনে শুরু হয়েছে প্রকাশনা উৎসব-২০২৫। ৯ ও ১০ ফেব্রুয়ারি দুইদিনব্যাপী আয়োজনে পাওয়া যাবে শিবিরের সকল প্রকাশনা, ক্যালেন্ডার ও ধর্মীয় বই।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সদস্য সাদ কবির বলেন,ছাত্রশিবির তরুণ প্রজন্মের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে সবসময় কাজ করে থাকে। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ছাত্রশিবিরকে প্রকাশ্যে কোনো কার্যক্রম করতে দেওয়া হয়নি। এবার ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রকাশনা উৎসব এর আয়োজন করা হয়েছে। তারই অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়েও দু’দিন ব্যাপি আমরা উৎসবের আয়োজন করেছি।

প্রকাশনা উৎসবের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে সাদ কবির বলেন,নজরুল বিশ্ববিদ্যালয়ে এই প্রথম শিবির প্রকাশ্যে এসে একটি পোগ্রাম করছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিবিরের কার্যক্রম সম্পর্কে জানতে পারবে।ইসলামিক বই পড়ে জীবনকে ইসলামের দিকে দাবিত করার অনুপ্রেরণা তৈরি হবে। এতে যদি একজনও উপকৃত হয়,এটাই আমাদের প্রত্যাশা।

উল্লেখ্য,বিশ্ববিদ্যালয়ের কদমতলা নামক স্থানে প্রকাশনা উৎসবের স্টল বসানো হয়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য