অগ্রণী ব্যাংকে ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা সম্পর্কে সচতেনতা বিষয়ে অগ্রণী ব্যাংকে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারি শনিবার অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। অগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অগ্রণী ব্যাংকের পরিচালক মুজাফফর আহমেদ। সেমিনারে অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের অন্যান্য পরিচালকগণ, সকল উপব্যবস্থাপনা পরিচালক এবং বিভিন্ন স্তরের মহাব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।
মুজাফফর আহমেদ ব্যাংকিং সেক্টরের দৈনন্দিন কার্যক্রমের ঝুঁকি ব্যবস্থাপনা ও সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। এসময় অর্থনৈতিক মূলধন এবং এর পরিমাপ, ব্যালেন্স শীট ব্যবস্থাপনা, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী মূলধনের পর্যাপ্ততা, এক্সটারনাল ক্রেডিট রেটিং, ক্যাপিটাল বাফারসহ অন্যান্য ঝুঁকি ব্যবস্থাপনায় নির্বাহীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করেন।
সেমিনারে প্রশ্নোত্তর পর্বটি পরিচালনা করেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। এসময় তিনি অগ্রণী ব্যাংককে একটি টেকসই ব্যাংক-এ রূপান্তরিত করার লক্ষে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য