সোমবার ৪ আগস্ট, ২০২৫, ০৫:২৬ পূর্বাহ্ণ

গুঁড়িয়ে দেওয়া হলো শামীম ওসমানের দাদার বাড়ি ‘বায়তুল আমান’

৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:২০:২৯
ছবি: সংগৃহীত

এবার আওয়ামী লীগের স্মৃতিবিজড়িত নারায়ণগঞ্জ শহরের ‘বায়তুল আমান’ বাড়িটি বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বাড়িটি নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদা খান সাহেব ওসমান আলীর মালিকানাধীন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মহানগর বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিয়ে চাষাড়ায় জড়ো হন। এরপর এক্সকাভেটর দিয়ে বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়। এর আগে বিক্ষুব্ধ নেতাকর্মীরা বাড়িটির ভেতরে প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ১৯৩৯ সালে নির্মিত বায়তুল আমানের সামনের অংশ এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় রাস্তাজুড়ে প্রচুর উৎসুক জনতা মোবাইলে ভিডিও ধারণ করে। এতে চাষাড়া মোড়ে, নারায়ণগঞ্জ লিংক রোড-পঞ্চবটি সড়কসহ পুরো শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার সময় মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সাচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, শেখ মুজিবের ৩২ নম্বরের বাড়ি ভেঙেছে জনগণ। আমরা তারই ধারাবাহিকতায় শেখ মুজিবের ম্যুরাল বা ছবি ভেঙে দিচ্ছি। এটি নারায়ণগঞ্জবাসীর দীর্ঘ দিনের দাবি। যেখানে আওয়ামী লীগ ও শেখ মুজিবের কোনো ছবি বা স্মৃতিচিহ্ন আছে সবগুলো ভেঙে ফেলা হবে।১২ওসা

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD