প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত

১১ মিনিটের ব্যবধানে ফেসবুকে হাসনাত আব্দুল্লাহর দুই পোস্ট

৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৭:৫৫

ফাইল ছবি

এবার ১১ মিনিটের ব্যবধানে ফেসবুকে দুটি পোস্ট দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা ইস্যুতে তিনি এ দুটি পোস্ট করেছেন বলে ধারণা করা হচ্ছে। বুধবার রাত ১০টা ২৮ মিনিটে দেওয়া পোস্টে হাসনাত লেখেন, ফ্যাসিবাদের চিহ্ন বিলোপের সাথে সাথে খুনী হাসিনাসহ গণহত্যাকারীদের বিচার নিশ্চিত এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

এরপর রাত ১০টা ৩৯ মিনিটে তিনি লেখেন, ঐক্যবদ্ধ বাংলাদেশ। যদিও স্ট্যাটাসে বিস্তারিত কিছুই উল্লেখ করেননি তিনি।

এর আগে সন্ধ্যায় ফেসবুকে স্ট্যাটাসে হাসনাত আবদুল্লাহ লেখেন, আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।

এর আগে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণা দেন। এর প্রতিবাদে বুধবার রাত ৯টার দিকে ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচির ঘোষণা দেয় জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স।

যদিও রাত ৮টার দিকেই সময় গেট ভেঙে বাড়ির ভেতরে ঢুকেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বুলডোজার দিয়ে বাড়িটি ভাঙার কথা থাকলেও শিক্ষার্থীরা নিজ হাতেই ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। বাড়িটির মধ্যে থাকা বঙ্গবন্ধুর মোড়ালটি ইতোমধ্যে ভেঙে ফেলা হয়েছে।

বঙ্গবন্ধুর বাড়ি ছাড়াও ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন দিয়েছে ছাত্র-জনতা।

শেষ খবর পাওয়া অনুযায়ী— রাত ১২টা ৩৮ মিনিটে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার কাজ চলছে। আর ভেতরে আগুন জ্বলতে দেখা যায়।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য