শুক্রবার ৮ আগস্ট, ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ণ
 

পেলে-ম্যারাডোনা বা মেসি নয়, আমিই সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়: রোনালদো

৪ ফেব্রুয়ারি, ২০২৫ ৯:৩৩:২৮
ছবি: সংগৃহীত

পেলে-ম্যারাডোনার পর ফুটবলে শেষের পথে মেসি-রোনালদো অধ্যায়। তবুও শেষ হয়নি সর্বকালের সেরা ফুটবলারের বিতর্ক। কাতার বিশ্বকাপের পর অনেকে মেসিকেই সর্বকালের সেরা ফুটবলার হিসেবে বলে আসছেন। তবে তা মানতে নারাজ রোনালদো। নিজেকেই ইতিহাসের সেরা ফুটবলার হিসেবে মানেন তিনি। তার এই চিন্তাভাবনার কারণও জানিয়েছেন এই পর্তুগিজ সুপারস্টার।

সোমবার (৩ ফেব্রুয়ারি) এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল ওয়াসলকে ৪-০ গোলে হারিয়েছে আল নাসর, যা রোনালদোর ক্লাব ক্যারিয়ারের ৭০০তম জয়। এই ম্যাচে জোড়া গোল করেছেন তিনি। তার ক্যারিয়ারে মোট গোল এখন ৯২৩টি।

একই দিনে এল চিরিনগিতো টিভিকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদোর কাছে জানতে চাওয়া হওয়া সর্বকালের সেরা ফুটবলার কে। জবাবে পরিসংখ্যানে চোখ রাখতে বলেন পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী তারকা।

রোনালদোর ভাষ্য, ইতিহাসের সর্বোচ্চ গোলস্কোরার কে? বিষয়টা সংখ্যার। কথা শেষ। ইতিহাসের কোন ফুটবলার হেড করে, বাঁ পা দিয়ে, পেনাল্টি থেকে, ফ্রি কিকে সবচেয়ে বেশি গোল করেছে? আরেক দিন এটা দেখছিলাম এবং বাঁ পায়ের খেলোয়াড় না হয়েও, আমি ইতিহাসে বাঁ পায়ে বেশি গোল করাদের তালিকায় সেরা দশে আছি। একই সঙ্গে হেড করে, আমার ডান পায়ে এবং পেনাল্টি থেকেও, সবক্ষেত্রে।

গত দেড় দশকেরও বেশি সময় ধরে ফুটবল বিশ্বকে শাসন করেছেন রোনালদো ও মেসি। প্রতিটি ক্ষেত্রেই একজনের নাম উঠলে তুলনায় চলে আসেন অন্যজন। বিশ্বের সেরা ফুটবলারের প্রশ্নেও তাই। এখানেও রোনালদো বিবেচনায় নিতে বললেন পরিসংখ্যানে দৃষ্টি দিতে।

তিনি বলেন, আমি সংখ্যার বিষয়ে কথা বলছি। আমার মনে হয়, বর্তমানে আমিই সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়। আমার মতে, এটা আমিই। ফুটবলে আমি সবকিছুই ভালোভাবে করি, আমার মাথা দিয়ে, ফ্রি কিকে, বাঁ পায়ে। আমি ক্ষীপ্র, আমি শক্তিশালী।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD