অমর একুশে বইমেলায় শফিক রিয়ানের নতুন উপন্যাস ‘বিসর্জন’

৪ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৩৩:০৯

ছবি: প্রতিনিধি, সংবাদবেলা

নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় কথাসাহিত্যিক শফিক রিয়ানের নতুন উপন্যাস ‘বিসর্জন’ প্রকাশিত হয়েছে অমর একুশে বইমেলা ২০২৫-এ। এটি তার চতুর্থ উপন্যাস এবং ষষ্ঠ বই। বইটির প্রচ্ছদ করেছেন পরাগ ওয়াহিদ এবং প্রকাশ করেছে উপকথা প্রকাশন। পাঠকরা উপন্যাসটি রকমারি ডটকম এবং উপকথা প্রকাশন-এর ৬৬৫-৬৬৬ নম্বর স্টলে কিনতে পারবেন। বইটির মুদ্রিত মূল্য ৩০০ টাকা।

নতুন বই প্রসঙ্গে শফিক রিয়ান বলেন— “সাহিত্যের এই জগতে এসে আমি প্রচুর ভালোবাসা, স্নেহ ও প্রশংসা পেয়েছি। সাড়া পেয়েছি আকাঙ্ক্ষার তুলনায় ঢের বেশি। লেখালেখি কখনো কোনো উদ্দেশ্য নিয়ে শুরু করিনি। মনের খোরাক মেটাতেই লিখতাম। কিন্তু পাঠকদের ভালোবাসা আমাকে বদলে দিয়েছে। এখন আমি শুধু নিজের জন্য লিখি না, তাদের জন্যও লিখি, যারা বলতে চায়, লিখতে চায় কিন্তু পারে না।”

‘বিসর্জন’ শফিক রিয়ানের চতুর্থ উপন্যাস। এর আগে তার প্রকাশিত বইগুলোর মধ্যে রয়েছে ‘আজ রাতে চাঁদ উঠবে না’ (২০২১), ‘মেঘ বিষাদের দিন’ (২০২২), ‘বিধ্বস্ত নক্ষত্র’ (২০২২), ‘নিষিদ্ধ করে দাও সূর্যাস্ত’ (২০২৩) এবং ‘বিষাদের ছায়া’ (২০২৪)। প্রতিটি বইই পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলেছে।

শফিক রিয়ানের আগের বইগুলো যেমন হৃদয় ছুঁয়েছে, তেমনি এই নতুন উপন্যাসও পাঠকদের হৃদয়ে বিশেষ স্থান করে নেবে বলে প্রত্যাশা প্রকাশ করেছেন লেখক নিজেই। উপকথা প্রকাশন, স্টল নং ৬৬৫-৬৬৬, অমর একুশে বইমেলা ২০২৫।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য