প্রচ্ছদ / ক্যাম্পাস / বিস্তারিত

ইবি প্রক্টরের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৯:৪৯

ছবি প্রতিনিধি, সংবাদ বেলা

মানিক হোসেন, ইবি: বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.শাহিনুজ্জামান ও আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা। রবিবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুর্বের স্থানে এসে সমাবেত হয়। পরবর্তীতে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে শিক্ষার্থীরা।

এসময় তারা ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ; দালালী আর করিশ না; পিঠের চামড়া থাকবে না, আমার শিক্ষক আহত কে; প্রশাসন জবাব চাই, সন্ত্রাসীরা বাইরে কেন; প্রশাসন জবাব চাই, সন্ত্রাসীদের চামড়া; তুলে নিব আমরা, শিক্ষকদের অপমান; সইবে না রে ইবিয়ান, সন্ত্রাসীদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবেনা’সহ বিভিন্ন শ্লোগান দেয়।

প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, গতকাল কিছু শিক্ষার্থী আমাদের প্রক্টর এবং মোস্তাফিজ স্যারের উপর সন্ত্রাসী হামলা করেছে। আমরা হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাই। আমরা কোনো সন্ত্রাসীদের ক্যাম্পাসে দেখতে চাই না। গতকালের ঘটনা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি আলোচনার মাধ্যমে সমাধান করেছে। কিন্তু সমাধানের পরেও কিছু শিক্ষার্থী উদ্দেশ্যমূলকভাবে উস্কানি দিয়েছে। তারা কাদের কারণে উস্কানি দিলো এর জবাব আমরা চাই।

জাস্টিস ফর জুলাইয়ের সদস্য সচিব রেজওয়ান আহমেদ বলেন, গতকালের তুচ্ছ একটি ঘটনার সমাধান তখনই হয়ে গেছে। কিন্তু তার পরেও কিছু শিক্ষার্থী উস্কানি দিয়েছে। পরে তারা আমাদের শিক্ষক ও ছাত্রদের উপর হামলা করেছে। আমরা অতিদ্রুত এই হামলাকারীদের চিহ্নিত করে বিচার দাবি করছি।

প্রসঙ্গত, গতকাল রাতে বাসে সিট ধরাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ও আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের মাঝে দফায় দফায় মারামারির ঘটনা ঘটে। এসময় মারামারি থামাতে গেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, নিরাপত্তা কর্মকর্তা ও অন্য শিক্ষকরা আহত হয়।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য