অগ্রণী ব্যাংকে ঋণ আদায় ও ব্যবসায়িক অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভা

অগ্রণী ব্যাংক পিএলসি’র বঙ্গবন্ধু এভিনিউ কর্পোরেট শাখা ও রমনা কর্পোরেট শাখার ঋণ আদায় ও ব্যবসায়িক অগ্রগতিবিষয়ক পর্যালোচনা সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রোববার ( ২ ফেব্রুয়ারি) বিকেলে অগ্রণী ব্যাংকের ঢাকা পশ্চিম আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার ও মহাব্যবস্থাপক (রিকভারি) এ কে এম শামীম রেজা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা সার্কেল-২ এর মহাব্যবস্থাপক মো. আবু হাসান তালুকদার।
এসময় বক্তারা শ্রেণীকৃত ঋণ আদায়সহ ২০২৫ সালে ব্যাংকটিকে আরো এগিয়ে নিতে আর্থিক সূচকসমূহের অধিক প্রবৃদ্ধি অর্জন, আমদানি, রপ্তানি, রেমিট্যান্স বৃদ্ধিসহ গ্রাহকদের অধিক সেবা দেওয়ার মাধ্যমে প্রাতিষ্ঠানিক সুনাম অর্জনের লক্ষ্যে বিশেষ দিকনির্দেশনা দেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য