বরাদ্দকৃত শ্রেনিকক্ষের দাবিতে ফের আন্দোলনে ইবির ক্রীড়া বিজ্ঞান বিভাগ
ছবি: প্রতিনিধি সংবাদ বেলা
মানিক হোসেন, ইবি: বরাদ্দকৃত শ্রেনিকক্ষের দাবিতে দ্বিতীয় দিনের আন্দোলনে নেমেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শারিরীক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। রবিবার (২ ফেব্রুয়ারি) বেলা ২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে তারা অবস্থান কর্মসূচি গ্রহণ করেন। পরবর্তীতে তারা প্রশাসন ভবনের ফটকে অবস্থান নেয়।
এসময় শিক্ষার্থীরা ‘অন্যরা যখন স্বর্গে, আমরা কেন মর্গে’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’ ‘প্রশাসনের তালবাহানা, মানিনা মানবো না’, ‘বৈষম্যের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও’সহ বিভিন্ন শ্লোগান দেয়।
বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসিফ হাসান লিখন বলেন, প্রশাসনের আশ্বাসের পরেও আমরা কোনো সমাধান পাইনি। ২৪ ঘন্টা আল্টিমেটাম দেয়ার পরেো প্রশাসন কোনো পদক্ষেপ নেয় নি। তাই আমরা আজকে অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি করছি। আমরা আজকের মাঝেই আমাদের ক্লাসরুম সমস্যার সমাধান চাই।
এবিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড.এম এয়াকুব আলী বলেন, গতকাল কমিটি হইছে। মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে আজ দুপুরে আমরা মিটিং করেছি। একটু পরে আমারা সরেজমিনে দেখে রুমের চাবি তোমাদের সভাপতির কাছে বুঝিয়ে দিব।
উল্লেখ্য, গতকাল তারা একই দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্লাসরুম সমস্যার সমাধানের আশ্বাস দিলে তারা ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে আন্দোলন শেষ করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন অনুষদ ভবনের কক্ষ বন্টনের জন্য উপ-উপাচার্যকে আহ্বায়ক করে ৪ সদস্যের কমিটি গঠন করে। কমিটি ২৪ ঘন্টার মাঝে কোনো সমাধান না দেওয়ায় তারা ফের আন্দোলনে নামেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য