ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু
ছবি প্রতিনিধি, সংবাদবেলা
এবার বিশ্ব ইজতেমার ময়দানে রমিজ আলী (৬০) নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে তার মৃত্যু হয়। এ নিয়ে ইজতেমার ময়দানে এখন পর্যন্ত চারজন মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত রমিজ আলীর বাড়ি হবিগঞ্জের রামনগর উপজেলার ৩ নস্বর তেগরিয়া গ্রামে বলে জানা গেছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিব ইসকান্দার জানান, রাতে ইয়াকুব আলী ইজতেমা ময়দানে বুকে ব্যথা অনুভব করলে অন্য মুসল্লিরা তাকে অ্যাম্বুলেন্সযোগে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত এ মুসল্লির খিত্তা নম্বর-৪৮।
এর আগে, শুক্রবার (৩১ জানুয়ারি) ইয়াকুব আলী (৬০) নামে এক মুসল্লির মৃত্যু হয় ইজতেমার ময়দানে। তিনি হবিগঞ্জ জেলার মৃত নয়াবুল্লার ছেলে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য