বুধবার ৬ আগস্ট, ২০২৫, ০৮:১৬ পূর্বাহ্ণ
 

ভারতীয় ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় ফাঁকা বেনাপোল

৩১ জানুয়ারি, ২০২৫ ১২:৪৫:৪১
ছবি প্রতিনিধি, সংবাদবেলা

শার্শা উপজেলা প্রতিনিধি: দেশের চলমান পরিস্থিতির মধ্যে ভ্রমণ ভিসা বন্ধ রেখেছে ভারতীয় হাইকমিশন। ভিসা বন্ধ থাকায় যাত্রী সংকটে ফাঁকা পড়ে আছে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর। একদিনে ভারতে গেছে মাত্র ৩৩৭ জন যাত্রী। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন সীমান্ত এলাকার ব্যাবসায়ীরা।

সীমান্ত সংশ্লিষ্টরা জানান, ভ্রমণ ভিসা বন্ধ রয়েছে। নামমাত্র মেডিকেল ভিসা দিচ্ছে হাইকমিশন, বিজনেস ভিসাও বন্ধের পথে। ফলে বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে ভারত-বাংলাদেশ যাত্রী চলাচল রেকর্ড পরিমান কমেছে। ফলে এখন হয়রানি, দুর্ভোগ কিংবা দীর্ঘ লাইন নেই। তবে যাত্রী সংকটে কর্মহীন হয়ে পড়েছেন স্থানীয় ও পরিবহন ব্যাবসায় সংশ্লিষ্টরা। ফাঁকা পড়ে আছে সীমান্তের শূন্য রেখা ও কাস্টম ইমিগ্রেশন।

ইমিগ্রেশন ওসি মো. ইমতিয়াজ জানান, যেখানে প্রতিদিন এ পথে যাতায়াত করতে দেশ বিদেশের ৭ থেকে ১০ হাজার যাত্রী, সেখানে গতকাল মঙ্গলবার বেনাপোল দিয়ে মাত্র ৩৩৭ জন যাত্রী ভারতে গেছেন। এ যেন চেনা বন্দর ও শহর অচেনা সীমান্তে পরিণত হয়েছে। ৩১ জানুয়ারির পর যাত্রী আরও কমবে এবং ২০ ফেব্রুয়ারির পর এ সংখ্যা অনেকাংশে কমবে বলে জানান ওসি।

ভারতগামী যাত্রী কিশোর সরকার বলেন, ‘বেনাপোল যেন এখন যাত্রী সংকটে মরুভূমি। দুই দেশের সরকারের উদারতা ও সিদ্ধান্তের ফলে বাড়তে পারে যাত্রী। ভিসা দেওয়া শুরু হলে সংকট কমবে বলে মনে করি।’

ব্যাবসায়ী মতিয়ার রহমান বলেন, ‘দুই দেশের মধ্যে সৃষ্ট জটিলতাসহ রাজনৈতিক অস্তিরতার কারণে চিকিৎসা, ব্যাবসা ও ভ্রমনসহ সব ভিসা রয়েছে বন্ধের পথে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা।’ ব্যবসায়ীরা দুই দেশের সরকারের সহযোগিতা কামনা করছেন বলে জানান তিনি।

ট্যুরিস্ট ভিসা বন্ধের কারণে অনেক পরিবহন চলাচল কমেছে। ফলে পরিবহন শ্রমিকদের কাটছে দুরবস্থা দেখা দিয়েছে। অনেক পরিবহন ব্যাবসায়ী অলস সময় কাটাতে হচ্ছে। এমন পরিস্থিতির সমাধান চান ভুক্তভোগীরা।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD