রবিবার ৩ আগস্ট, ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ণ

ছয়জন কৃষককে সম্মাননার মাধ্যমে দেশে প্রথমবারের মতো কৃষক দিবস উদযাপিত

৩১ জানুয়ারি, ২০২৫ ১২:১৮:৪০
ছবি প্রতিনিধি, সংবাদবেলা

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি, আর সেই কৃষিকাজের নেপথ্যের নায়ক আমাদের কৃষকরা। কিন্তু দুঃখজনকভাবে, তারা এখনো পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও কাঙ্ক্ষিত সম্মান থেকে বঞ্চিত। এই বাস্তবতাকে পরিবর্তন এবং কৃষকদের যথাযথ সম্মান জানানোর লক্ষ্যেই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্র (বাউএক) ও বাকৃবি প্রশাসন যৌথভাবে একটি ব্যতিক্রমী আয়োজন করেছে।

‘কৃষকবান্ধব প্রযুক্তির সম্প্রসারণ হউক আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্যে আয়োজিত দেশের ইতিহাসে প্রথমবারের মতো উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো ‘কৃষক দিবস-২০২৫’।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্র (বাউএক) এবং বাকৃবি প্রশাসনের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিবসটি পালন করা হয়। এদিন অন্যন্য আয়োজনের মধ্যে ছিল- কৃষকদের কাছে কৃষি প্রযুক্তি সম্প্রসারণ ও প্রশিক্ষণ, কৃষকদের জন্য বাকৃবির খামার পরিদর্শন এবং বীজ বিতরণ কর্মসূচি।

এদিন কৃষক দিবসে প্রতিযোগিতামূলক সবজি বাগান চাষে সেরা ছয়জন কৃষক-কৃষাণীকে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত কৃষকরা হচ্ছেন- সমন্বিত পোলট্র্রি খামারী মুক্তিযোদ্ধা বাজারের মোছা. নুরুন্নাহার, আদর্শ পোল্ট্রি খামারি মির্জাপুরের আব্দুল হক, দুই বিঘা জমিতে ব্রোকলি চাষ করা ময়মনসিংহ সদরের সুহিলার ইউনিয়নের আব্দুল খালেক, পৌনে দুই একর জমিতে কলা চাষ করা বয়ড়ার আবদুর রাজ্জাক, শৈলমারীর আদর্শ সবজি চাষী আব্দুল করিম ও বিষমুক্ত নিরাপদ সবজি চাষী ভাবখালীর হাসনা খানম।

দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ১১টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার নেতৃত্বে এক কৃষক র‍্যালি বের করা হয়। প্রায় ৩০০ জন কৃষক ও কৃষাণী এতে অংশগ্রহণ করেন। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং শেষ হয় শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে। পরে সেখানে কৃষকদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

বাকৃবি সম্প্রসারণ কেন্দ্রের (বাউএক) পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া । এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ শহীদুল হক, ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপাচার্য ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় বাকৃবির সব শিক্ষক-কর্মকর্তা, ছাত্রছাত্রী এবং সর্বোপরি এদেশের প্রতিটি কৃষক-কৃষাণী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। জাতীয় পর্যায়ে দেশের কৃষকদের গুরুত্ব এবং মর্যাদা অধিকতরভাবে ফুটিয়ে তুলতে বাকৃবি প্রশাসন এখন থেকে প্রতিবছর কৃষক দিবস পালনের সিদ্ধান্ত হয়েছে।

এখন থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর জানুয়ারির শেষ বৃহস্পতিবার কৃষক দিবস হিসেবে উদযাপন করা হবে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD