দুই হাজার ইবি শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে কুরআন বিতরণ

মানিক হোসেন, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই হাজার শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে অর্থসহ কুরআন বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বেলা দুইটায় ইসলামী বিশ্ববিদ্যালয় দাওয়াহ সোসাইটির উদ্যোগে মুক্ত মঞ্চে এ কুরআন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনটির চেয়ারম্যান মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এছাড়াও অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন লন্ডন আল কুরআন একাডেমির চেয়ারম্যান হাফেজ ড. মুনির উদ্দিন আহমদ। আরো উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান এবং শাখা ছাত্রশিবির সেক্রেটারি ইউসুব আলীসহ শিক্ষার্থীরা।
প্রধান আলোচকের বক্তব্যে হাফেজ ড. মুনির উদ্দিন আহমদ বলেন, বাংলা ভাষাভাষী মানুষের মাত্র সাত ভাগ মানুষ কুরআন বুঝে। বাকী কিছু মানুষ কুরআন পড়ে কিন্তু বুঝে না। তবে অধিকাংশ মানুষের কাছে কুরআনই পৌছেনি। অনেক প্রতিষ্ঠান আছে যারা কুরআন পড়ায়। কিন্তু কুরআন মানুষের কাছে পৌছে দিবে এমন মানুষ বা প্রতিষ্ঠান নাই। আমরা আল কুরআন একাডেমির মাধ্যমে সেই কাজ করে যাচ্ছি।
তিনি আরো বলেন, বিশ্বের ২৫ টি দেশের প্রায় দুই মিলিয়ন মানুষের কাছে আমরা কুরআন বিতরণ করেছি। আমরা সকর মানুষের কাছে কুরআন পৌছে দিতে চাই। বর্তমানে আমাদের শিক্ষাব্যবস্থায় কুরআন শিক্ষার পথকে কঠিন করা হয়েছে। এই কাঠিন্য পথ থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। আমরা সবাই কুরআন বুঝে পড়বো। এবং প্রতিটি মানুষের কাছে কুরআন পৌছে দিবো।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আমি দাওয়াহ সোসাইটিকে ধন্যবাদ জানাই এরকম একটি আয়োজনের জন্য। কুরআন মানুষের হিদায়াতের জন্য নাজিল হয়েছে। কুরআন মানুষকে সত্য পথ দেখাবে। সকল অন্যায় খারাপ কাজ থেকে দূরে রাখবে। কুরআন নাজিল হয়েছে বুঝার জন্য। আমাদের মুসলমান মুত্তাকী হওয়ার জন্য কুরআন বুঝা অপরিহার্য। কুরআন বুঝা ছাড়া মুত্তাকী হওয়া যাবে না। আমাদের বিশ্ববিদ্যালয় আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ নামে একটি বিভাগ আছে। আমি আশা করি এই বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা কুরআন শিক্ষা দিবে। কুরআনই একমাত্র কিতাব যেটা মানুষ না বুঝেও পড়ে। এটা কুরআনের প্রতি ভালোবাসা। তোমরা সবাই কুরআন বুঝে পড়বে। এবং সেই অনুযায়ী কাজ করবে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য