হুঁশিয়ারির পর ট্রাম্প-পেত্রোর সমঝোতা, নিষেধাজ্ঞা স্থগিত

পাল্টাপাল্টি শুল্ক আরোপ ও ভিসা নিষেধাজ্ঞারি হুমকি পর অভিবাসী ও বাণিজ্য বিরোধ ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সমঝোতায় পৌঁছেছেন বলে জানিয়েছে লন্ডনভিত্তিক ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স।
হোয়াইট হাউসের বরাত দিয়ে এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র থেকে পাঠানো অবৈধ অভিবাসীবাহী সামরিক উড়োজাহাজ নামতে দেবে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া। ট্রাম্প প্রশাসনও কলম্বিয়ার ওপর আরোপ করা শাস্তিমূলক শুল্ক আরোপ থেকে সরে আসবে।
এর আগে রোববার ট্রাম্প ও পেত্রোর পাল্টাপাল্টি অবস্থান দেখা যায়। যুক্তরাষ্ট্র থেকে পাঠানো অবৈধ অভিবাসীবোঝাই দুটি সামরিক উড়োজাহাজ কলম্বিয়ায় অবতরণে বাধা দেন পেত্রো।
এতে বেজায় চটে যান ট্রাম্প। তিনি বলেন, কলম্বিয়া থেকে আসা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন তিনি। জারি করা হবে ভ্রমণের নিষেধাজ্ঞাও।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের ঘোষণায় চুপ থাকেননি প্রেসিডেন্ট পেত্রো। তিনি যুক্তরাষ্ট্রের পণ্যেও পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন।
তবে একদিন না পেরোতে উত্তেজনা কমে আসে হোয়াইট হাউসের ঘোষণায়। এক বিবৃতিতে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, কলম্বিয়া সব অভিবাসীকে গ্রহণ করতে রাজি হয়েছে। কাজেই ওয়াশিংটন শাস্তিমূলক পদক্ষেপ নিচ্ছে না।
বিবৃতিতে আরও বলা হয়, কলম্বিয়া সরকার প্রেসিডেন্ট ট্রাম্পের সব শর্ত মেনে নিয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে সামরিক উড়োজাহাজে কলম্বিয়ায় ফেরা সব অবৈধ অভিবাসীকে কোনো বিধিনিষেধ বা দেরি ছাড়া ফেরানোর বিষয়টিও রয়েছে।
অন্যদিকে, অচলাবস্থার স্থায়ী সমাধানে একটি চুক্তি সইয়ের জন্য শিগগিরই পররাষ্ট্রমন্ত্রী লুইস গিলবার্তো মুরিল্লো ও যুক্তরাষ্ট্রে কলম্বিয়ার রাষ্ট্রদূত ওয়াশিংটনে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বৈঠক করবে জানিয়ে কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী লুইস গিলবার্তো মুরিল্লো এক বিবৃতিতে বলেন, আমরা যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে তৈরি হওয়া অচলাবস্থা কাটিয়ে উঠেছি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বলা হয়, দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার কলম্বিয়া। দেশটি যুক্তরাষ্ট্রের বাজারে আমদানি করা কফির ২০ শতাংশের জোগানদাতা। এর বাজারমূল্য প্রায় ২০০ কোটি ডলার। এছাড়া কলম্বিয়া থেকে কলা, অপরিশোধিত জ্বালানি তেল, অ্যাভোকাডো, ফুলসহ বিভিন্ন পণ্য আমদানি করে থাকে যুক্তরাষ্ট্র।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য