ইবির এনএফটি সোসাইটির সভাপতি ড.হাফিজুর রহমান, সম্পাদক শিমুল

মানিক হোসেন, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অ্যাপ্লাইড নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি সোসাইটির ২০২৫ সেশনের কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছে বিভাগটির সভাপতি অধ্যাপক ড. মো: হাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক বিভাগটির ২০২২-২৩ (মাস্টার্স) শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাবিবুর রহমান শিমুল। রবিবার (২৬ জানুয়ারি) সংগঠনটির সভাপতি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির বাকি সদস্যরা হলেন, যুগ্ম-সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র মহত, সাংগঠনিক সম্পাদক রায়হান ইসলাম টিপু, সহকারী সম্পাদক মো. মুন্না হোসেন, দপ্তর সম্পাদক মো. বদরুল ইসলাম প্রান্ত, সহকারী দপ্তর সম্পাদক মো. সরোয়ার হোসেন সাকিব, সাংস্কৃতিক সম্পাদক তামিমা ইয়াসমিন, সহকারী সাংস্কৃতিক সম্পাদক মো. অলিউল ইসলাম, খেলাধুলা বিষয়ক সম্পাদক মো. ইমরান হোসেন, সহকারী খেলাধুলা বিষয়ক সম্পাদক আবু রায়হান বাবু, বিজ্ঞান ও প্রকাশনা সম্পাদক হাসান তারেক, সহকারী বিজ্ঞান ও প্রকাশনা সম্পাদক শাহাদাত হোসেন, ছাত্র কল্যান বিষয়ক সম্পাদক মোসা. মুস্তারিয়া নাহিম মিলা, সহকারী ছাত্র কল্যান বিষয়ক সম্পাদক আরিয়ান ইকবাল রাকিব এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন শাওন আহমেদ, মোসা. জেসমিন আকতার জুই, মো. আইয়ুব হোসাইন, অনিক গোস্বামী, আল জাবির, তাসনিয়া রশিদ মৌসি, সামিহা তাসনিম, ফখরুদ্দিন ফাহিম, মেহেদী হাসান আরব এবং এস এম বায়েজিদ আহমেদ।
সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান বলেন, আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত যে, আমাদের ডিপার্টমেন্টের ঐতিহ্যবাহী সংগঠন ANFT Society -এর নতুন জেনারেল সেক্রেটারি হিসেবে আমাকে মনোনীত করা হয়েছে। আমাদের সম্মিলিত লক্ষ্য থাকবে ডিপার্টমেন্টের উন্নয়নে কাজ করে যাওয়া এবং ডিপার্টমেন্টের গৌরব ও ঐতিহ্য অটুট রাখা। দায়িত্বপালনে যেন কোনো ধরনের অসংগতি প্রকাশ না পায় সে বিষয়ে সচেতন থাকবো। আমরা আশা করি, ডিপার্টমেন্টের সম্মানিত শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থীদের পাশে নিয়ে সম্মিলিতভাবে এগিয়ে যেতে পারবো। একসাথে কাজ করে আমাদের ডিপার্টমেন্টকে আরও উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য