প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

এক বছরে কোরআনে হাফেজ ৯ বছরের আব্দুর রহমান

১২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৯:৫৩

নরসিংদীর রায়পুরায় ১ বছরে পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন ৯ বছরের আব্দুর রহমান। তার এমন সাফল্যে উচ্ছ্বসিত অভিভাবক শিক্ষক শিক্ষার্থী এলাকাবাসী।
জানা যায়, আব্দুর রহমান উপজেলার বীরশ্রেষ্ঠ মতিউর নগর গ্রামের রামনগর হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার হিফজ বিভাগের শিক্ষার্থী। এখানেই তিনি ১০ মাসে নূরানী পড়ে ১ বছর ৩০ দিনে পবিত্র কোরআনের হিফজ শেষ করেছেন। আব্দুর রহমান বীরশ্রেষ্ঠ মতিউর নগর গ্রামের ব্যবসায়ী আবুল বাসারের ছেলে।

আব্দুর রহমান বলেন, ‘আমার জন্য সবাই দোয়া করবেন। দিনের খেদমতে যেন সুনাম অর্জন করতে পারি।’ মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল কাদির বলেন, ‘আব্দুর রহমান তার ঐকান্তিক প্রচেষ্টায় অল্প দিনে হিফজ সম্পন্ন করেছেন। তার সার্বিক উন্নতি কামনা করছি।’

মাদরাসার সভাপতি নাজির উল্লাহ ভুঁইয়া বলেন, ১৯৮১ সাল থেকে দক্ষতার সঙ্গে এলাকাবাসীর সহযোগিতায় নূরানি, খারজি, হেফজ এই তিনটি বিভাগ পরিচালিত হচ্ছে। এখানে ২ শতাধিক শিক্ষার্থী ৮-১০ জন দক্ষ শিক্ষক আছেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য