রবিবার ৩ আগস্ট, ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ণ
 

সরকার পতনের আন্দোলনের মাস্টারমাইন্ড তারেক রহমান, বলছে বিএনপি

১৮ জানুয়ারি, ২০২৫ ১০:৩৮:৪৭
ছবি: সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা সরকার পতনের আন্দোলন করেনি, তারা কোটা বিরোধী আন্দোলন করেছিল। তারা ৩ তারিখে এক দফার আন্দোলনে গিয়েছিল, বিএনপি অনেক আগেই সরকার পতনের এক দফার আন্দোলনে গিয়েছিল। সরকার পতনের আন্দোলনের মাস্টারমাইন্ড তারেক রহমান। তিনি নেপথ্যের কারিগর না, প্রকাশ্যের কারিগর বলা যায়। তিনি ৬ হাজার কিলোমিটার দূরে থেকেও বাংলাদেশের জনগণের পাশে থেকে বলেছেন টেক ব্যাক বাংলাদেশ।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন করে এসব কথা বলেন।

শেখ পরিবারের দুর্নীতি প্রসঙ্গে খায়রুল কবির খোকন বলেন, শেখ পরিবারের যারা যেখানেই গেছেন, সেখানেই ক্যান্সারের মতো দুর্নীতি ছড়িয়ে পড়েছে। টিউলিপ, যার রক্তের মধ্যেই দুর্নীতি। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় পদত্যাগ করতে বাধ্য হয়েছে। এছাড়া পুতুলের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ তদন্ত হচ্ছে। উন্নয়নের বিষয়ে তারা লুটপাট করেছে। জয়, নিক্সনসহ শেখ পরিবারের সবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হচ্ছে।

তিনি আরও বলেন, নির্বাচিত সরকার ছাড়া অথ্যাৎ অনির্বাচিত সরকার দ্বারা দেশ পরিচালনা অনেক কঠিন। আমরা চাই সংস্কার । তবে দ্রুত সময়ের মধ্যে সংস্কার শেষে নির্বাচনের রোড ম্যাপ ও নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। কারণ নির্বাচন যতই প্রলম্বিত হবে, র্দীঘায়িত হবে, সংকট ততই বাড়েবে। দেশ পরিচালনার ক্ষেত্রে আমার দেখতে পাচ্ছি, অর্থনৈতিক সংকট রয়েছে। যতই দিন গড়াবে নির্বাচন যত বিলম্বিত হবে দেশের সংকট তত বাড়বে। অর্থনৈতিক, রাজনৈতিক সংকট আরও তীব্র হবে। তাই বিএনপি তথা জনগণের দাবি অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে।

নরসিংদী শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামালের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক উদ্দিন ভুইয়া, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা বিএনপির সদস্য কবির আহমেদ, চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লা প্রমুখ।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD