ইনফিনিক্স মোবাইল বিস্ফোরণ, অগ্নিদগ্ধ হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি যুবক

১৫ জানুয়ারি ২০২৫, ১:২৩:০২

আধুনিক বিশ্ব বাস্তবতায় মোবাইল ফোন ছাড়া যেন সবকিছুই অচল। বর্তমানে মোবাইল না থাকলে যেন এক মুহূর্ত চলে না। ঘর থেকে বাহির, দেশ থেকে দেশান্তর কিংবা অফিস আদালত সবখানেই ব্যবহার বাড়ছে মোবাইল ফোনের। কখনো কখনো বিপদের কারণ হয়ে দাঁড়ায় এই ইলেকট্রনিক যন্ত্রটি। প্রায়ই মোবাইল ফোন বিস্ফোরণের খবর শোনা যায়। পকেটে কিংবা ব্যাগে থাকা অবস্থায় যেমন বিস্ফোরণ হয়েছে, তেমনই ঘরে থেকেও হয়েছে। আচমকা দাউদাউ করে জ্বলে উঠছে সাধের ফোনটি। বাংলাদেশে মোবাইল বিস্ফোরণ হয়ে মৃত্যুও হয়েছে।

রবিবার (১২ জানুয়ারি) ভোলায় ইনফিনিক্স মোবাইল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অগ্নিদগ্ধ হয়ে আহত অবস্থায় ঢাকা মেডিকেকে চিকিৎসারত আছেন তানভীর নামে এক যুবক।

ভুক্তভোগীর পরিবার জানায়, প্রাইভেট পড়ে বাইকে বাসায় ফেরার পথে প্যান্টের পকেটে Infinix HOT 50 pro plush বিস্ফোরণ হয়। এবং সাথে সাথে শরীরে আগুন ধরে যায়। সে তখন বাইক থেকে রাস্তায় পরে যায় এবং অনেক ভয়ংকর ভাবে আহত হয়। ইনফিনিক্স মোবাইল বিস্ফোরণ হওয়ার কারণে অগ্নিদগ্ধ হয়ে আশংকাজনক ভাবে আহত হয়। পরবর্তীতে আহত অবস্থায় চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চরফ্যাশনে নিয়ে যাওয়া হয়। রোগীর অবস্থা খারাপ হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তৎক্ষণাৎ তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যেতে বলেন। বর্তমানে সে চিকিৎসারত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি আছেন।

ভুক্তভোগীর পরিবার বলেন, এভাবে আমরা যদি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নামে নিজের মনের অজান্তে পকেটে টাইম বোমা নিয়ে চলাফেরা করি তাহলে আমরা সবাই ভয়ংকর বিপদের মধ্যে আছি! যে কোনো সময় ফোন বিস্ফোরণ হয়ে এমন ভয়ংকর আহত, নিহত বা পঙ্গু হয়ে যেতে পারি।

ইকবাল নামের এক মোবাইল ব্যবহারকারী বলেন, আগে মোবাইল বিস্ফোরণের কথা বাহিরের দেশ গুলোতে বেশি হতো বলে জানতাম। তবে আমাদের দেশে এই ঘটনা এখন প্রায়ই ঘটছে। এর ফলে আতঙ্কে থাকি, কারণ কখন কি হয়ে যায়।

তারেক নামের আরেক মোবাইল ব্যবহারকারী বলেন, মোবাইল ব্যবহারে এখন ভয় কাজ করে কারণ হুট-হাট করেই এখন মোবাইল বিস্ফোরণ হচ্ছে। মোবাইল ব্যবহার করা এখন এক আতঙ্কের নাম। মনে হয় পকেটে বোম নিয়ে ঘুরে বেড়াই। এই তো কিছু দিন আগের কথা ময়মনসিংহে মোবাইল বিস্ফোরণ হয়ে ঘুমন্ত চিকিৎসকের মৃত্যু হয়েছে।

ইনফিনিক্স মোবাইল বিস্ফোরণের বিষয়ে কোম্পানিটির সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার মো. ইফতেখার উদ্দিন সানিকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য