ভারতীয়দের ভিসা প্রদানে কড়াকড়ি আরোপ সৌদির

১৪ জানুয়ারি ২০২৫, ১০:০৫:১৩

ছবি : সংগৃহীত

এবার সৌদি আরব ভারতীয় কর্মীদের জন্য ভিসা প্রদানে নতুন কড়াকড়ি আরোপ করেছে। এখন থেকে যেসব ভারতীয় সৌদিতে যেতে চান তাদের পেশা ও শিক্ষাগত যোগ্যতা প্রমাণে প্রাক-যাচাইয়ের মধ্যে দিয়ে যেতে হবে। এই নতুন নিয়মটি ১৪ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে,সৌদিতে অবস্থিত ভারতীয় মিশন এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, কর্মী ভিসা পাওয়ার পূর্বে প্রার্থীদের তাদের পেশাগত দক্ষতা প্রমাণ করতে হবে, অর্থাৎ পেশার যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। সৌদি আরব মূলত ভারতীয় কর্মীদের সংখ্যা কমাতে চাচ্ছে, কারণ পর্যাপ্ত প্রশিক্ষণ কেন্দ্রের অভাবে অনেক কর্মী প্রশিক্ষিত না থাকায় তাদের কাজের মান সন্তোষজনক নয়।

যদিও সৌদিতে ভারতীয়দের প্রভাব বিস্তৃত, সৌদি সরকারের ভিশন-২০৩০ অনুসারে, তারা শুধু দক্ষ কর্মীকে গ্রহণ করতে চায়। সৌদির শ্রমবাজারে ভারতীয় কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও, তাদের দক্ষতা পরিমাপ করার জন্য পর্যাপ্ত টেস্ট সেন্টার নেই, যা একটি বড় সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, সৌদিতে সবচেয়ে বেশি প্রবাসী কর্মী বাংলাদেশি (২৭ লাখ), এবং দ্বিতীয় অবস্থানে ভারতীয় (২৪ লাখ)। তাদের মধ্যে প্রায় ১৭ লাখ কর্মী বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে কর্মরত, আর ৭ লাখ ৮৫ হাজার কর্মী গৃহকর্মীর কাজে নিযুক্ত আছেন।

সূত্র: এনডিটিভি

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য