শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছে মুশতাক-তিশা দম্পতির
সাইফুল্লাহ, নিজস্ব প্রতিবেদক: শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছে মুশতাক আহমাদ ও তিশা দম্পতি। বই মেলার নিরাপত্তা নিয়ে মুশতাক তিশা দম্পতি শাহবাগ থানাতে আসেন। থানা থেকে বের হয়ে মুশতাক তিশ দম্পতি সাংবাদিকদের সাথে কথা বলেন।
তিনি বলেন, আমি সাধারণ ডায়েরী করেছি। পুলিশের দায়িত্ব মানুষের নিরাপত্তা দেয়া। সে দিক থেকে আমাকে তারা নিরাপত্তা দিবে। আর আমি বই মেলায় যাব। এটা আমার নাগরিক অধিকার। মুশতাক আরও বলেন, বই মেলায় অনেক বয়স্ক মহিলা তিশাকে দোয়া করছে। তারা বলছিল আল্লাহ তোমাকে ভালো রাখুক। বর্তমান সময়ে অনেক খারাপ সম্পর্ক ও করতে পারতে, এটা না করে একটা বৈধ সম্পর্ক তোমরা করছো।
ভাইরাল হওয়ার প্রশ্নে মুশতাক বলেন, আমি ভাইরাল হওয়ার জন্য বই বের করিনি। আমার বইতে তিনটি ম্যাসেজ দিয়েছি। আমার স্ত্রী যেহেতু শিক্ষার্থী৷ তাই ম্যাসেজগুলো হলো, আগে পড়াশোনা, প্রতিষ্ঠিত হওয়া এবং মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখা।
পরিবার মেনে নিয়েছে কি না জবাবে তিশা বলেন, আমার পরিবার এখনও মেনে নেয় নি। তবে যারা বলে আমি এটা ভালো করিনি, তারা যেন তাদের মেয়েদের দেখে রাখে কারণ তাদের মেয়েরা যেন কোন খারাপ কাজে না এগোতে পারে। আমি কোন খারাপ কাজ করি নি।
মূলত গত শুক্রবার বইমেলা থেকে দুয়োধ্বনি দিয়ে তাদেরকে কিছুটা বিব্রতকর অবস্থার স্বীকার হতে হয়। সাথে সাথে তারা বই মেলা প্রাঙ্গণ ত্যাগ করে। পরবর্তীতে মুশতাক বলেন, আর বই মেলায় যাবেন না এবং কেউ তাদের বের করে দেয় নি, তারা নিজেরা স্বইচ্ছায় বের হয়ে আসেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য