প্রচ্ছদ / ক্যাম্পাস / বিস্তারিত

ভোলা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি সিফাত সম্পাদক শামীম

১২ জানুয়ারি ২০২৫, ১২:৫৮:৩৮

ছবি: প্রতিনিধি, সংবাদবেলা

মানিক হোসেন, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছে মার্কেটিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বিন ইয়ামিন সিফাত। সাধারণ সম্পাদক মনোনীত হয়েছে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মোঃ শামীম।

শনিবার (১১ জানুয়ারী ) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান শেষে ৫ সদস্যের এই কমিটি গঠন করা হয়। সৈয়দ ওসমান বিন হাসনাইনের সভাপতিত্বে অনষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক মোঃ নাসির মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জুবায়ের আহমেদ।

পাচ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি মোহাম্মদ আল-আমিন ও মোহাম্মদ আরিফ জুমান। সাংগঠনিক সম্পা আশরাফুল ইসলাম রাসেল

নব্য সাধারণ সম্পাদক মোঃ শামীম বলেন, “আমাকে ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত করায় আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সমিতির সকল সদস্যকে, যারা আমার উপর আস্থা রেখেছেন। আমাদের লক্ষ্য ভোলা জেলা থেকে আগত শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা এবং সমিতিকে আরো এগিয়ে নিয়ে যাওয়া। সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করছি।”

সভাপতি বিন ইয়ামিন সিফাত বলেন, “ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতির দায়িত্ব পাওয়া আমার জন্য একটা বড় সুযোগ। আমি দ্বীপজেলা ভোলার শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করতে এবং তাদের মধ্যে একতা ও সহযোগিতার মনোভাব গড়ে তুলতে চেষ্টা করবো। সংগঠনের কার্যক্রমকে আরও কার্যকর ও অর্থবহ করতে শিক্ষা, সংস্কৃতি এবং মানবিক উন্নয়নের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করব।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য