বাকৃবিতে ‘আদর্শ জীবন গঠনে ইসলাম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি, সংবাদবেলা
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দ্বীনি কমিউনিটির (বাউডিসি) উদ্যোগে ‘আদর্শ জীবন গঠনে ইসলাম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) দুপুর ৩ টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ওই সেমিনারটি অনুষ্ঠিত হয়।
বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক ড. মো. রুহুল আমিন।
অনুষ্ঠানের শুরুতেই উম্মাহ এর কল্যাণে যুবক-যুবতিদের ভূমিকা ও করণীয় নিয়ে আলোচনা করেন লেখক ও অ্যাক্টিভিস্ট জাকারিয়া মাসুদ। তারপর সিরাতের আলোকে জীবন গঠন নিয়ে বক্তব্য প্রদান করেন খানকায়ে হোসাইনিয়া মাদানিয়ার মোতাওয়াল্লি মুফতি মাহবূবুল্লাহ কাসেমী। বিশিষ্ট দাঈ মুফতি যুবায়ের আহমাদ দাওয়াতের গুরুত্ব ও ইসলামী সংস্কৃতির প্রচার নিয়ে বক্তব্য রাখেন এবং সর্বশেষে তারুণ্যের অস্থিরতা সংকট, প্রশান্তি-সাফল্য ও দ্বীনি দৃষ্টিকোণ নিয়ে আলোচনা করেন বিশিষ্ট লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ মাওলানা শরীফ মুহাম্মদ।
জাকারিয়া মাসুদ তাঁর বক্তব্যে বলেন, ‘আল্লাহর বিধান ছেলেদের জন্যও প্রযোজ্য। আল্লাহর নিয়ম মেনে যদি বর্তমান সমাজের যুবকেরা মেয়েদের দিকে, নারীদের দিকে চোখ তুলে না তাকায়, চোখ নামিয়ে রাখে, তাদের দ্বারা কখনো অপকর্ম সম্ভব নয়।’
তিনি আরো বলেন, ‘নারীদের অধিকার ইসলামই নিশ্চিত করেছে ও ইসলামই নারীদের পূর্ণ সম্মান দিয়েছে।’
অনুষ্ঠানটিতে স্পন্সর হিসেবে ছিলো হালাল ইনভেস্টমেন্ট, সাব’আ সানাবিল ফাউন্ডেশন, সেইফ ফুড ও ইবাদাহ।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য