শুক্রবার ১০ জানুয়ারি, ২০২৫, ০২:০৬ অপরাহ্ণ

সিলেটে চালু হলো ওয়ালটনের ফ্র্যাঞ্চাইজি শোরুম

৯ জানুয়ারি, ২০২৫ ৮:০৬:১৭
ছবি: সংগৃহীত

সিলেট শহরের হুমায়ুন রশীদ চত্ত্বর এলাকায় গিয়াস উদ্দীন টাওয়ারে চালু হলো দেশের সেরা ব্র্যান্ড ওয়ালটনের ফ্র্যাঞ্চাইজি শোরুম।

এর মাধ্যমে সিলেটে যাত্রা শুরু করলো ওয়ালটনের ফ্র্যাঞ্চাইজি বিজনেস নেটওয়ার্ক। উদ্দেশ্য, ক্রেতাদের কাছে আরো দ্রুত আন্তর্জাতিক মানের পণ্য ও সেবা পৌঁছে দেয়া।

মঙ্গলবার (৭ জানুয়ারি) শহরের কদমতলী এলাকায় ফিতা ও কেক কেটে ওয়ালটনের নতুন ওই ফ্র্যাঞ্চাইজি শোরুম উদ্বোধন করেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম, এক্সিকিউটিভ ডিরেক্টর আহমেদ আসিফুর রহমান, ডেপুটি চিফ মার্কেটিং অফিসার (ডিসিএমও) জোহেব আহমেদ, ফ্রাঞ্চাইজি সেলস নেটওয়ার্কের ব্র্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ইনচার্জ মাহাবুবুল হাসান মিলটন, সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মিরাজুল হক মিনা এবং ফ্র্যাঞ্চাইজি শোরুমের স্বত্বাধিকারী প্রকৌশলী শফিকুল ইসলাম প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে চিত্রনায়ক আমিন খান বলেন, বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের আন্তর্জাতিক মানের পণ্য দেশের ঘরে ঘরে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ওয়ালটনের ‘ফ্র্যাঞ্চাইজি বিজনেস নেটওয়ার্ক’। ইউরোপ—আমেরিকার উন্নত দেশগুলোতে ফ্র্যাঞ্চাইজিং ব্যবসা খুব জনপ্রিয়। আমাদের প্রত্যাশা ওয়ালটনের মাধ্যমে বাংলাদেশেও এই ব্যবসা জনপ্রিয়তা পাবে। এর মাধ্যমে খুব সহজেই উদ্যোক্তা হয়ে মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হয়। ফ্র্যাঞ্চাইজি ব্যবসায় ওয়ালটন এগিয়ে আসা একটি যুগান্তকারী উদ্যোগ।

তিনি বলেন, ওয়ালটন ফ্র্যাঞ্চাইজি শোরুমের মাধ্যমে গ্রাহকরা সেরা দামে সেরা মানের পণ্যটি সহজেই বেছে নিতে পারবেন। সিলেটে প্রথমবারের মতো শোরুম উদ্বোধনের মধ্য দিয়ে ব্যবসায়ে যুগান্তকারী পরিবর্তনের সূচনা করলো এই সেলস নেটওয়ার্ক। এভাবেই ওয়ালটন ফ্র্যাঞ্চাইজি বিজনেস নেটওয়ার্কের মাধ্যমেও মানুষের হৃদয় জয় করবে।

ওয়ালটন ফ্র্যাঞ্চাইজি শোরুমের উদ্যোক্তা প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, ওয়ালটন দেশের ইলেকট্রনিক্স খাতের সেরা ব্র্যান্ড। সিলেটে ওয়ালটনের ফ্র্যাঞ্চাইজি শোরুম চালু হওয়ায় দেশ সেরা ব্র্যান্ডের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্য সামগ্রী স্থানীয় ক্রেতাদের নিকট এখন আরো সহজলভ্য হবে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD