রাফির ‘৩২ কোটি টাকা’ প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহর ফেসবুক স্ট্যাটাস
ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বিভিন্ন সমস্যায় “তদবির” করে ৪ মাসে ৩২ কোটি টাকা আয় করেছেন বলে খবর প্রকাশ করে একটি অনলাইন পোর্টাল। পরে নিউজটি ডিলিট করে ক্ষমা চায় তারা।
এসব বিষয়ে কথা বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। বুধবার রাত ৭টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে একটি পোস্ট দেন তিনি।
পোস্টে তিনি বলেন, এসব প্রচারণা জুন থেকেই শুরু হয়েছে। প্রথমে সাদ্দাম বলল আমরা নাকি ১০০ কোটি টাকা খেয়ে আন্দোলনে নেমেছি। এমনকি আগস্টের ৪ তারিখও বলা হলো টাকা নিয়ে পালানোর সময় ধরা খেয়েছি। কিছুদিন আগে ছড়ানো হলো ২০০ কোটি টাকা খাওয়ার খবর। পরশু দিন শুনলাম আর্মি নাকি আমাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে গেছে।
একটু আগে দেখলাম তালাত রাফি ৩২ কোটি টাকা খেয়ে সাবাড় করেছে। নামসর্বস্ব একটা নিউজপেপার কোনো সোর্স ছাড়া নিউজ করল আর আমরা সবাই বিশ্বাস করলাম! চলতে থাকুক। এসব গুজব, অপপ্রচারের সাথে লড়াই করেই হাসিনার পতন করতে হয়েছে। আমরা মেনে নিয়েছি। এই লড়াই আমাদের নিয়তি। এটা চলবেই।
শুধু একটাই প্রশ্ন—হাসিনার সাথে যারা আপোষ করে নাই তাদেরকে তথ্য-প্রমাণহীন অভিযোগ দিয়ে বিতর্কিত করলে কাদের লাভ?
এদিকে আজ সন্ধ্যায় ফেসবুকে একটি ভিডিওবার্তা দিয়েছেন সমন্বয়ক রাফিও। তিনি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, এ ধরনের অভিযোগে আমি অত্যন্ত হতাশ। আমি সবসময় আন্দোলনের মূলনীতির প্রতি বিশ্বস্ত ছিলাম এবং আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা নিছক একটি ষড়যন্ত্রের অংশ।
ভিডিওবার্তায় রাফি আরও বলেন, প্রতিটি অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং ষড়যন্ত্রকারীদের শাস্তি নিশ্চিত করা উচিত। তিনি এই ঘটনায় তদন্তের জন্য সরকারের প্রতি দাবি জানান।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য