ঢাকা-১৪ আসন: জমে উঠেছে নিখিল-তুহিনের লড়াই, দু’জনেই আত্মবিশ্বাসী

২৮ ডিসেম্বর ২০২৩, ২:৫০:৫১

ঢাকা-১৪ আসন। এখানে জমে উঠছে নির্বাচনী প্রচার-প্রচারণা। এই আসনে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগেরই। একজন সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের সাবেক এমপি, আরেকজন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক।

ঢাকা-১৪ আসনে নৌকা প্রতীকে লড়ছেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। আর ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন। দু’জনেই জমজমাট প্রচারণা চালাচ্ছেন।

এ ছাড়া, ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী যুবলীগের আরেক নেতা জেড আই রাসেল। তবে ঈগলের প্রচারণা তেমন জোড়ালো না হলেও বেশ জমে উঠেছে নৌকা ও ট্রাক প্রতীকের প্রচারণা।

সাবিনা আক্তার তুহিন গণমাধ্যমকে বলেন, নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার সাহস কারও নেই। এ রকম কেউ এলাকায় পয়দা হয়নি। স্বাচ্ছন্দ্যেই প্রচারণা চালিয়ে যাচ্ছ। এলাকাবাসী ট্রাক মার্কায় ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। এদিকে মাইনুল হোসেন খান নিখিল গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন। এখানে নৌকার জোয়ার উঠেছে। এই জোয়ারে কেউ টিকবে না।

এ আসনে প্রার্থী ১৩ জন হলেও নৌকা ও ট্রাক ছাড়া অন্যদের প্রচারণা তেমন নেই। স্বতন্ত্র প্রার্থী জেড আই রাসেলের ঈগলের কিছু পোস্টার দেখা গেলেও তার তৎপরতা কম। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী এমরুল কায়েস খান রকেট প্রতীকে, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মহিবুল্লাহ দালান প্রতীকে, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের টেলিভিশন প্রতীকে এ ওয়াই এম কামরুল ইসলাম, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির আলানাস উদ্দিন, জাতীয় সমাজতান্ত্রিক দলের আবু হানিফ মশাল প্রতীকে, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের আসিফ হোসেন ছড়ি প্রতীকে, তৃণমূল বিএনপির নাজমুল ইসলাম সোনালি আঁশ প্রতীকে, এনপিপির মাহবুব মোড়ল আম প্রতীকে এবং একতারা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা সুপ্রিম পার্টির শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমেদ।

তবে এসব প্রার্থীদের নিয়ে এলাকাবাসীর তেমন আগ্রহ নেই। এদের অনেকেই নতুন মুখ বলে জানান এলাকাবাসী। তাদের চেনেন না বলেও জানান অনেকে।

প্রসঙ্গত, ১৯৯১ সালে এই আসনে মো. মোহসীন ধানের শীষ প্রতীকে ড. কামাল হোসেনকে পরাজিত করেন। ২০০১ সালে এমপি হন বিএনপির এস এ খালেক। ২০০৮ সালের ভোটে জয়ী হন আওয়ামী লীগের আসলামুল হক। ২০১৪ সালে বিএনপিবিহীন নির্বাচনে জয়ী হন আসলাম। ২০১৮ সালের নির্বাচনে আবার জয়ী হন নৌকার প্রার্থী আসলামুল হক। বিএনপির বড় ভোটব্যাংক রয়েছে এখানে। এবার আওয়ামী লীগ থেকে প্রার্থী হয়েছেন তিনজন। এতে নিজেদের ভোটই ভাগাভাগি হবে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য