বৃহস্পতিবার ৯ জানুয়ারি, ২০২৫, ০১:১৭ অপরাহ্ণ

গেস্টরুম, গণরুম কোনটিই থাকবে না বাকৃবির শাহজালাল হলে: প্রভোস্ট

৭ জানুয়ারি, ২০২৫ ১২:৪৯:৫৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শাহজালাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ বদিউজ্জামান খান বলেছেন, ‘আমরা হলের আসনগুলো সঠিকভাবে বণ্টন নিশ্চিত করার চেষ্টা করেছি। বর্তমানে প্রায় ৩৩ জন শিক্ষার্থী হলে আসন পেয়েছেন। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা নবীনদের জন্য এক রুমে চারজন করে আছেন। ফলে হলের সিটের সমস্যা সমাধান হয়েছে। আজ থেকে এই হলে গণরুম প্রথা বিলুপ্ত ঘোষণা করা হলো।’

এছাড়া তিনি আরও বলেন, ‘আগে ৫ আগস্টের আগে যেমন গেস্টরুম বা র‍্যাগিং কালচার ছিল, তা যেন আর পুনরাবৃত্তি না ঘটে, সে ব্যাপারে হল প্রশাসন কঠোর পদক্ষেপ নেবে এবং কোনো অবস্থাতেই এটি আর হতে দেওয়া হবে না।’

সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় শাহজালাল হলের কমন রুমে আয়োজিত ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানটিতে ভাষা বিভাগ সহযোগী অধ্যাপক মো. আরিফ খান পাঠানের সঞ্চালনায় ও শাহজালাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ বদিউজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগ্রোমেটিওরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান, বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. আনিছুর রহমান মজুমদার এবং উদ্যানতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হারুন অর রশিদ। এছাড়া উপস্থিত ছিলেন হলের হাউস টিউটর, নবীন শিক্ষার্থী, হল কর্মকর্তা ও কর্মচারীরা।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD