নির্বাচনে চমক দেখাতে পারেন তরুন প্রার্থী সাহাবুদ্দিন আহমেদ চঞ্চল

২৮ ডিসেম্বর ২০২৩, ২:৪৫:২৮

হরিরামপুর, মানিকগঞ্জ থেকে: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চমক দেখাতে পারেন মানিকগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতিকের সাহাবুদ্দিন আহমেদ চঞ্চল। সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে হরিরামপুর সিংগাইর উপজেলা থেকে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতিকসহ মোট ১০ জন প্রার্থী মানিকগঞ্জ ২ আসনে প্রতিদ্বন্দিতা করছে। সিংগাইর উপজেলা থেকে ৯ জন প্রার্থী আর হরিরামপুর উপজেলা থেকে ১ জন প্রার্থী হওয়ায় এলাকা ভিত্তিক একটা টান আছে বলে চমকের কথা ভাবছেন অনেকেই। নির্বাচনী প্রচারে তার সাথে রয়েছেন তরুন প্রজন্মের বেশ কিছু তরুন।

এই তরুন প্রজন্মের রয়েছে জেলা উপজেলায় বিভিন্ন সামাজিক ভাল কাজের উদাহরণ। রয়েছে পরিবেশ রক্ষায় বিশেষ ভুমিকা। তাদেরকে নিয়েই পথ হাটছেন তরুন এই নেতা। তরুন এই প্রার্থী পুরো এলাকাজুড়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন, এমনকি ফসলের মাঠে কৃষক থেকে শুরু করে শ্রমিক,মজুর, খেটে খাওয়া সাধারণ মানুষের খুব কাছে যাওয়ার চেষ্টা করছেন সাহাবুদ্দিন আহমেদ চঞ্চল।

উল্লেখ্য যে, সাহাবুদ্দিন আহমেদ চঞ্চলের পিতা মরহুম শামসুদ্দিন আহমেদ ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নৌকা, ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পরাজিত করে সংসদ সদস্য হয়েছিলেন। এর আগে তিনি দীর্ঘসময় উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। প্রয়াত পিতার পথ ধরেই এবারের নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হয়েছেন হরিরামপুর উপজেলার একক প্রার্থী সাহাবুদ্দিন আহমেদ চঞ্চল। স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য, সাবেক এই কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার রয়েছে নানা পরিকল্পনা।

সাহাবুদ্দিন আহমেদ চঞ্চলের সাথে কথা বললে তিনি জানান, সংসদ সদস্য হয়েও আমার বাবা সাধারণ মানুষের মত জীবন যাপন করেছে, বাজার করতে গেছেন রিকসায় চড়ে, উচ্চাভিলাশ তাকে কখনোই ছুতে পারেনি, এমপি হয়ে গড়েনি টাকার পাহাড়, ক্ষমতার দাপটে কখনোই তিনি অহংকারী হননি। তার রক্ত বইছে আমার শরীরে। আমি আবার মরহুম বাবার পথেই এখনো চলার চেষ্টা করি। আমি নির্বাচিত হলে, আমার সবটুকু উজাড় করে জনগনের মাঝে বিলিয়ে দিতে চাই সবটুকু। সব সময় ভাল থাকুক আমার হরিরামপুর সিংগাইরের দুখী মানুষগুলো।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য