যশোরে অগ্রণী ব্যাংকের মতবিনিময় সভা

৪ জানুয়ারি ২০২৫, ৬:১৬:১৪

ছবি: সংগৃহীত

অগ্রণী ব্যাংক পিএলসির ২০২৫ সালের ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়ন, কোর ডিপোজিট সংগ্রহ, রেমিট্যান্স আহরণ, সিএমএসএমই খাতে ঋণ বিতরণ, শ্রেণিকৃত ঋণ হ্রাস ও ঋণ আদায় কার্যক্রম জোরদার করার লক্ষ্যে যশোরে মতবিনিময় সভা করা হয়েছে। শনিবার (৪ জানুয়ারি, ২০২৫) যশোর আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান, খুলনা সার্কেলের মহাব্যবস্থাপক মো. নূরুল হুদা প্রমুখ।

যশোর অঞ্চলের প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. রোকন উদ্দিনের সভাপতিত্বে সভায় খুলনা সার্কেলের আওতাধীন সকল অঞ্চলের প্রধান, কর্পোরেট শাখার প্রধান ও ঊর্ধ্বতন নির্বাহী এবং যশোর অঞ্চলের শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠায় বিশেষ দিকনির্দেশনা দেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য