মিজানুর রহমান আজহারির মাহফিলে জনতার ঢল, পদদলিত অন্তত ৫
ছবি: সংগৃহীত
যশোরে ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলে গিয়ে পদদলিত হয়ে অন্তত ৫ জন আহত হয়েছেন। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বজলুর রশিদ।
শুক্রবার (৩ জানুয়ারি) রাতে শহরতলীর পুলেটহাটের আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ও আশপাশ এলাকায় তারা পদদলিত হন। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ও মাহফিলে দায়িত্বরত স্বেচ্ছাসেবীদের দাবি অন্তত ৩০ জন আহত হয়েছেন।
আহত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মাহফিলস্থলের প্রধান ফটকের সামনে যশোর-বেনাপোল মহাসড়কে অতিরিক্ত মানুষের সমাগমে বন্ধ হয়ে যায় চলাচল। এ সময় ভেতরে আগে যাওয়া-আসাকে কেন্দ্র করে হট্টগোল শুরু হয়। এতে ধাক্কাধাক্কিতে অনেকেই পড়ে যান। এতে পদদলিত হয়ে তারা আহত হন। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বজলুর রশিদ বলেন, মাহফিলে আহত ৫ জন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, হতাহতের তথ্য এখনও নিশ্চিত হতে পারিনি।
উল্লেখ্য, আদ্-দ্বীন ফাউন্ডেশন আয়োজিত তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে। বিশেষ করে জনপ্রিয় আলোচক ড. মিজানুর রহমান আজাহারীর আসার খবরে মাহফিল প্রাঙ্গণে কয়েক লাখ মানুষের সমাগম ঘটে। একই মঞ্চে এদিন সন্ধ্যায় আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহও বক্তব্য রাখেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য