প্রচ্ছদ / ধর্ম ও জীবন / বিস্তারিত

২০২৫ সালের রোজা শুরুর সম্ভাব্য তারিখ কবে?

২ জানুয়ারি ২০২৫, ৯:১৩:৫২

ছবি: সংগৃহীত

মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে পবিত্র মাস রমজানের ইতোমধ্যে ক্ষণগণনা শুরু হয়েছে। এই মাসের অপেক্ষায় থাকেন ধর্মপ্রাণ মুসলিমরা।

চলতি বছর পবিত্র রমজান কবে শুরু হবে তা নিয়ে অনেকেই অপেক্ষায় রয়েছেন। যদিও হিজরি সনের নবম মাসে পবিত্র রমজান শুরু হয়। আর রমজান শুরুর বিষয়টি নির্ভর করে চাঁদ দেখার ওপর।

এ বছর পবিত্র রমজান শুরু হতে পারে ২৮ ফেব্রুয়ারি অথবা ১ মার্চ থেকে। তবে বিষয়টি পুরোপুরিভাবে নির্ভর করছে চাঁদ দেখার ওপর।

পবিত্র রমজানে বিশ্বের মুসলিমরা সুবেহ সাদিক থেকে শুরু করে সুর্যাস্ত পর্যন্ত প্রত্যেক মুসলিম ব্যক্তি আল্লাহর ভয়ে সকল প্রকার পানাহার থেকে বিরত থাকে এবং যাবতীয় পবিত্রতা বজায় রাখেন।

চলতি বছর ২৮ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান শুরু হলে ঈদুল ফিতর হবে শনিবার (৩০ মার্চ) আর ১ মার্চ রোজা শুরু হলে ঈদ পালিত হবে ৩১ মার্চ। পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার উপরই ঈদ পালনের দিনক্ষণ নির্ভর করে।

সূত্র: সামা টিভি

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য