স্বতন্ত্র কাঠামোয় ভর্তি পরীক্ষা চান সাত কলেজ শিক্ষার্থীরা
ছবি: প্রতিনিধি, সংবাদবেলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজকে স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোতে রূপান্তরের জন্য শিক্ষা মন্ত্রণালয় উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে। এই কমিটিকে চার মাসের সময় দেওয়া হয়েছে কাঠামো প্রণয়নের জন্য।
বুধবার (১ জানুয়ারি) বিকেলে ঢাকা কলেজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাত কলেজের শিক্ষার্থীরা কমিটি গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানালেও চার মাস সময় মেনে নিতে নারাজ। তারা দাবি জানিয়েছেন, এই প্রক্রিয়া চার মাস নয়, এক মাসের মধ্যেই সম্পন্ন করতে হবে।
সংবাদ সম্মেলনে সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের পক্ষ থেকে বলা হয়,
“ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আমরা দীর্ঘদিন শোষণ ও বঞ্চনার শিকার হয়েছি। এখন আমাদের দাবি পূরণের পথে সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। সাত কলেজের সমন্বয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের কাঠামো দ্রুত বাস্তবায়ন করে ভর্তি পরীক্ষাসহ অন্যান্য কার্যক্রম শুরু করতে হবে।”
শিক্ষার্থীরা আরও জানান, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা খুব দ্রুত নতুন স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের আওতায় নেওয়ার ব্যবস্থা করতে হবে।
সরকারের নেওয়া এই পদক্ষেপকে ইতিবাচক বলে উল্লেখ করে শিক্ষার্থীরা আশাবাদ ব্যক্ত করেছেন, দ্রুত সময়ের মধ্যে তাদের দাবির বাস্তবায়ন দেখা যাবে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য