প্রচ্ছদ / ক্যাম্পাস / বিস্তারিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

১ জানুয়ারি ২০২৫, ৮:০২:৫৮

মাসুম মিয়া, জাককানইবি প্রতিনিধি: সারা দেশের ন্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বুধবার (০১ জানুয়ারী ২০২৫) সকালে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মারুফ হাসান মামুন এর নেতৃত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর একটি বর্ণাঢ্য র‌্যালি অগ্নিবীণা হল প্রাঙ্গন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চত্বর প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়।

এ সময় মারুফ হাসান মামুন তার বক্তব্যে বলেন,আজকের এই দিনে আমরা ছাত্রদলের প্রত্যেক নেতাকর্মী প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা ক্যাম্পাসে ছাত্রবান্ধব ও সুষ্ঠ ধারার রাজনীতি প্রতিষ্ঠা করবো। সন্ত্রাস ও মাদকমুক্ত ক্যাম্পাস বিনির্মানে আমরা ছাত্রদলের নেতাকর্মী সব সময় অগ্র সৈনিকের ভূমিকায় থাকবো। ছাত্রদল সব সময় অন্যায়ের বিরুদ্ধে অবস্থান করে এবং সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকে। আমরা আশাবাদী যে সুষ্ঠ ও শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতি প্রতিষ্ঠার জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অচিরেই একটি শক্তিশালী নেতৃত্ব আসবে।

ছাত্রদলনেতৃবৃন্দের অংশগ্রহণে মারুফ হাসান মামুনের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জাতীয়তাবাদী ছাত্রদলের ইতিহাস ঐতিহ্য নিয়ে বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল নেতা ফরহাদ হোসেন। তিনি তার বক্তব্যে বিগত সময়ে ছাত্রদলের উপর শোষণ নির্যাতনের কথা তুলে ধরেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য