অভিনেত্রী বাঁধনের জন্য পাত্র খুঁজছে পরিবার
ফাইল ছবি
অভিনেত্রী আজমেরী হক বাঁধন বেশ কয়েক বছর ধরে জীবনসঙ্গীর কথা ভাবছেন। বিদায়ী বছরে নতুন জীবনসঙ্গী খোঁজার ব্যাপারে নিজের ইতিবাচক অবস্থান স্পষ্টও করেন। এদিকে দেখতে চলে আসল নতুন বছর। তবে অপেক্ষার প্রহর আর লম্বা করবেন না অভিনেত্রী। জানালেন, পাত্র খোঁজা হচ্ছে, মনের মতো হলেই বিয়ে!
সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিগত বছর প্রসঙ্গে নানান কথা বলেন বাঁধন। এছাড়াও, নতুন বছরের প্রত্যাশা ও কর্মপরিকল্পনাও তুলে ধরেন। বাঁধন বলেন, ‘গত বছরটা ছিল একেবারেই আলাদা; দেশের মানুষের জন্য ঐতিহাসিক একটা বছর। ২০২৪ সালে গণ-অভ্যুত্থানে শহীদরা তাদের জীবনের বিনিময়ের আমাদের নতুন বাংলাদেশ নির্মাণের যে সুযোগ তৈরি করে দিয়েছেন, সেটা সঠিক পথেই এগিয়ে যাক। নতুন এক বাংলাদেশ হোক।’
২০২৪ সালে কাজে বেশ ব্যস্ত ছিলেন জানিয়ে বাঁধন বলেন, ‘গত বছর আমি ক্যারিয়ার নিয়েও অনেক ব্যস্ত ছিলাম। রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘মাস্টার’ এবং সানী সানোয়ারের পরিচালনায় ‘এশা মার্ডার’ সিনেমা দুটির কাজ শেষ হয়েছি। আশা করি নতুন বছরে সিনেমা দুটি মুক্তি পাবে। এ ছাড়া আরও দুটি নতুন সিনেমার কথা হয়েছে।’
বাঁধন যে নিজের রূপ-লাবণ্য, অভিনয় দক্ষতায় নিজের অবস্থান পোক্ত করেছেন, তা বলা বাহুল্য। ক্যারিয়ারে এই অভিনেত্রীর সাফল্য অধরা নয়। কাজকর্মে তার উজ্জ্বলতার কমতি না থাকলেও অপূর্ণতা রয়ে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন ঘিরে।
এই মুহূর্তে একজন সিংগেল মাদার হিসেবে দায়িত্ব পালন করছেন বাঁধন, তা কারোই অজানা নয়। একমাত্র মেয়ে মিশেল আমানি সায়রাকে নিয়েই কাটছে তার জীবন। অভিনেত্রীর শূন্যতাটা কোথায় তা অন্তত বুঝতে বাকি থাকার কথা না। এছাড়াও তার মেয়েও চান, তার মায়ের জন্য একজন উপযুক্ত জীবনসঙ্গী আসুক।
তবে, বাঁধনও সময় নিচ্ছেন। চাইলেই হুট করেই কাউকে নিজের জীবনে জায়গা দেবেন না নিশ্চয়ই। তবে নতুন বছরেও জীবনসঙ্গী খোঁজার ব্যাপারে ইতিবাচক বাঁধন।
অভিনেত্রীর কথায়, ‘ব্যক্তিগত জীবন নিয়ে যদি বলি তাহলে বলব পরিবার থেকে পাত্র খোঁজা হচ্ছে; মনের মতো পাত্র পেলে বিয়ে করব। আমার ভক্ত-অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা। দোয়া করি নতুন বছরটা সবার ভালো কাটুক।’
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য