মাহমুদউল্লাহ-আশরাফের তাণ্ডবে জয়ে শুরু চ্যাম্পিয়ন বরিশালের

৩০ ডিসেম্বর ২০২৪, ৫:২২:৩৩

ছবি : সংগৃহীত

বিপিএলকে ঘিরে যতগুলো অভিযোগ থাকে তার মধ্যে অন্যতম মিরপুরের মাঠে রান না পাওয়া। প্রায় প্রতিটি আসরেই এমন অভিযোগ শোনা যায়। তবে এবারের বিপিএলের শুরুটা যেন ভিন্ন ভাবে হলো। একাদশ আসরের উদ্বোধনী ম্যাচেই দেখা মিলল দুইশত (১৯৭) রানের ইনিংস।
প্রথম ম্যাচেই দীর্ঘ দিন পর টুর্নামেন্টে ফেরা দুর্বার রাজশাহী করে ১৯৭ রান। দলীয় অধিনায়ক এনামুল হক বিজয় ও ইয়াসির আলী রাব্বির ব্যাটে ভর করে বড় এই সংগ্রহ করে রাজশাহী। দুজনেই পেয়েছেন ফিফটি। জোড়া ফিফটিতে ভর করে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে ১৯৮ রানের টার্গেট দেয় রাজশাহী।

শুরুতে বরিশালের জন্য বেশ চ্যালেঞ্জিংও ছিল টার্গেটটি। তবে মিডল অর্ডারে দলটির অভিজ্ঞ তারকা মাহমুদউল্লাহ রিয়াদ ও পাকিস্তানি তারকা ফাহিম আশরাফের তাণ্ডবে সহজেই পৌঁছে যায় সে লক্ষ্যে। এই জুটির জোড়া ফিফটিতে প্রথম ম্যাচেই ১১ বল হাতে রেখে ৪ উইকেটের জয় পায় বর্তমান চ্যাম্পিয়নরা।

ফরচুন বরিশালের জয়ের জন্য শেষ ৫ ওভারে প্রয়োজন ছিল ৫৮ রান। ইনিংসের ১৬তম ওভারে দুই চার ও এক ছক্কায় ১৯ রান তুলে সেই সমীকরণ সহজ করেন মাহমুদউল্লাহ। পরের ওভারে তিন ছক্কা ও এক চারে ২৫ রান নেন ফাহিম আশরাফ। ৫৬ রানে মাহমুদউল্লাহ্ ও ৫৪ রানে আশরাফ অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন।

এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৭ রান করে দুর্বার রাজশাহী। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ১ বলে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বরিশাল।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য