তিন দিনে ১০ বার হত্যার হুমকি পেয়েছি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র
ফাইল ছবি
এবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি জানিয়েছেন, গত তিন দিনে তাকে অন্তত ১০ বার হত্যার হুমকি দেয়া হয়েছে। এ বিষয়ে শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি।
এদিন রাতেই বিষয়টি সংবাদমাধ্যমকে জানান ওসমান হাদি।
তিনি বলেন, ২৬ ডিসেম্বর থেকে আজ শনিবার পর্যন্ত অন্তত ১০টা নম্বর থেকে আমাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। গত পরশু ভোরে একটা নম্বর থেকে ফোন করে আমাকে প্রথম হত্যার হুমকি দেয়া হয়। ফোন কেটে দেয়ার পর সাথে সাথে আরও চারটা নম্বর থেকে ফোন করা হয়। এরপরে সকাল ১০টার দিকে আবারও অন্য এক নম্বর থেকে ফোন করে হত্যার হুমকি দেয়া হয়। এরপর থেকে আজ বিকেল পর্যন্ত অন্তত ১০টি ভিন্ন ভিন্ন নম্বর থেকে আমাকে অকথ্য ভাষায় গালি গালাজসহ হত্যার হুমকি দেয়া হয়।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র বলেন, আমাকে বলা হয়েছে- আমার সার্বক্ষণিক গতিবিধি লক্ষ্য করা হচ্ছে এবং আমাকে কেউ বাঁচাতে পারবে না। আজ সন্ধ্যায় শাহবাগ থানায় এ বিষয়ে আমি একটি সাধারণ ডায়েরি করেছি।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য