দেওবন্দের বিশিষ্ট আলেম কামরুদ্দিন গোরখপুরী আর নেই
ভারতের বিশিষ্ট ইসলামি স্কলার, হাদিসশাস্ত্রের শিক্ষক ও দারুল উলুম দেওবন্দের অন্যতম খ্যাতনামা শিক্ষাবিদ আল্লামা কামরুদ্দিন আহমদ গোরখপুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২২ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৭টার দিকে মারা যান তিনি। মৃত্যুর খবর নিশ্চিত করেন ভারতের জামিয়া ইসলামিয়ার হাদিস ও ফিকহের উস্তাদ মুফতি আলমগীর দানিশ।
১৯৩৮ সালের ২ ফেব্রুয়ারি ভারতের উত্তর প্রদেশের গোরখপুর জেলায় জন্মগ্রহণ করেন কামরুদ্দিন আহমদ। প্রাথমিক শিক্ষা ইহইয়াউল উলুম মুবারকপুর ও দারুল উলুম মৌ-এ সম্পন্ন করেন। ১৯৫৭ সালে দারুল উলুম দেওবন্দ থেকে দাওরা হাদিসের সনদ অর্জন করেন তিনি। কামরুদ্দিন আহমদ ইসলামি শিক্ষার গভীরতায় ছিলেন অনন্য। আল্লামা হুসাইন আহমদ মাদানীসহ বিখ্যাত মুফাসসির ও মুহাদ্দিসদের কাছ থেকে তিনি হাদিস অধ্যয়ন করেন।
১৯৬৬ সাল থেকে দারুল উলুম দেওবন্দে শিক্ষকতা শুরু করেন কামরুদ্দিন আহমদ। কর্মজীবনে তিনি বুখারি, মুসলিম, তাফসির ইবনে কাসিরসহ বিভিন্ন উচ্চমার্গের গ্রন্থের পাঠদান করেন। দীর্ঘ শিক্ষকতার জীবনে তিনি দারুল উলুম দেওবন্দে একাডেমিক প্রশাসক, ওয়ার্ডেনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
কামরুদ্দিন আহমদ গোরখপুরী তার দীর্ঘ জীবনে ইসলামী শিক্ষা ও আধ্যাত্মিকতায় অবদান রেখে গেছেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য