প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত

তিশার সাথে কথা বললে আমার বয়স হয়ে যায় সতেরো : মুশতাক

২১ ডিসেম্বর ২০২৪, ১২:৪৬:৫২

ছবি: সংগৃহীত

জনপ্রিয় দম্পতি মুশতাক আহমেদ এবং তিশা খানের বয়সের পার্থক্য নিয়ে সমালোচনা নতুন কিছু নয়। তবে এ বিষয়ে খুব একটা মাথা না ঘামিয়ে নিজেদের সম্পর্কের গভীরতাতেই মগ্ন এই জুটি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে মুশতাক আহমেদ তার ও তিশা সম্পর্কের একটি মজার দিক তুলে ধরেছেন।

মুশতাক বলেন, “যখন আমি আর তিশা কথা বলি, তখন আমাদের মধ্যে এমন একটি জগৎ তৈরি হয় যেখানে বয়সের পার্থক্য কোনো গুরুত্ব পায় না। তিশা তখন আমার স্টেজে চলে আসে, আর আমি তিশার স্টেজে। তখন আমার বয়স হয়ে যায় , সতেরো যা তিশার বয়সের থেকেও দুই বছর কম।”

ওর সাথে কথা বললে আমার বয়স হয়ে যায় সতেরো মুশতাকের এই বক্তব্য তার নিজের জীবন এবং সম্পর্কের প্রতি একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তুলে ধরে। তিনি বোঝাতে চেয়েছেন, তাদের সম্পর্ক বয়সের ফারাক নয়, বরং বোঝাপড়া, বন্ধুত্ব, ও ভালোবাসার ওপর ভিত্তি করে তৈরি।

উল্লেখ্য, মুশতাক আহমেদ এবং তিশা খান দম্পতি তাদের বয়সের ব্যবধান নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনার শিকার হয়ে আসছেন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাদের সম্পর্ক নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন। তবে এই দম্পতি কখনো এসব সমালোচনায় গুরুত্ব দেননি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য