সোমবার ২৩ ডিসেম্বর, ২০২৪, ১০:২১ অপরাহ্ণ

উপদেষ্টা হাসান আরিফের দাফনের সিদ্ধান্ত পরিবর্তন

২০ ডিসেম্বর, ২০২৪ ৭:৩৮:৩২
ফাইল ছবি

বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা রেজওয়ানা হাসান জানিয়েছেন, বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফের দাফনের বিষয়ে আগামী ২২ ডিসেম্বর বিদেশ থেকে এসে তার মেয়ে সিদ্ধান্ত নেবেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, হাসান আরিফের প্রথম নামাজে জানাজা শুক্রবার বাদ এশা ধানমন্ডি সাত নাম্বার বায়তুল আমান মসজিদে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা আগামীকাল বেলা ১১টায় হাইকোর্ট প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

এর আগে বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান হাসান আরিফ। তার ছেলে মুয়াজ আরিফ গণমাধ্যমকে জানান, তার বাবা হঠাৎ করে মেঝেতে পড়ে যায়। এরপর তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন এ এফ হাসান আরিফ। এর আগে ২০০১ থেকে ২০০৫ সালের ২৮ এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এর আগে ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

এ এফ হাসান আরিফ ১৯৪১ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD