শনিবার ২৫ অক্টোবর, ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ণ

ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করার ম্যাচে টাইগারদের যত রেকর্ড

২০ ডিসেম্বর, ২০২৪ ৩:৪৭:৪৯
ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল বাংলাদেশের। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে স্বাগতিকদের পাল্টা ধবলধোলাইয়ের স্বাদ দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। সেটিও টি-টোয়েন্টি ফরম্যাটে এবং সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের মাটিতেই।

এতে ২০১২ সালে আয়ারল্যান্ডের পর টি-টোয়েন্টি ফরম্যাটে প্রতিপক্ষকে তাদের মাঠে হোয়াইটওয়াশের স্বাদ দিলো টাইগাররা। ভারত, পাকিস্তান এবং ইংল্যান্ডের পর চতুর্থ দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করলো বাংলাদেশ। ফলে, ষষ্ঠবারের মতো প্রতিপক্ষকে ধবলধোলাই করার কীর্তির পাশাপাশি আরো বেশ কিছু রেকর্ড গড়েছে লিটন দাসের দল।

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ইনিংসের শেষ ওভারে তিনটি ছক্কা হাকিয়েছনেছ জাকের। এর আগে ২০২০ সালে মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন সৌম্য সরকার।

৩৪ ছক্কা

এক বছরে তিন ফরম্যাটে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড গড়েছেন জাকের আলি। মোট ৩৪টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। এতে মাহমুদউল্লাহ রিয়াদের ৩০ (২০১৮ সাল) ও আফতাব আহমেদের ২৯ ছক্কা (২০০৬ সাল) রেকর্ড পেছনে পড়েছে ।

৮০ রান

ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের ব্যবধানের জয়। এর আগে, ৭৩ রানে জিতেছিল উইন্ডিজ।

১০৯ ম্যাচ
টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বেশি হারের রেকর্ড এখন উইন্ডিজদের। ১০৯ ম্যাচ হেরেছে তারা। এতদিন লজ্জার এই রেকর্ড নিজেদের দখলে রেখেছিল বাংলাদেশ। ক্যারিবিয়ানদের সিরিজ হারিয়ে বাজে এই রেকর্ড থেকে মুক্ত পেলো টিম টাইগার্স।

শেষ ওভারে সর্বোচ্চ রান

২৪ রান – জাকের আলী; প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ; ডিসেম্বর, ২০২৪
২০ রান – মাশরাফী বিন মর্তুজা; প্রতিপক্ষ আয়ারল্যান্ড; ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ
২০ রান – ইয়াসির আলী রাব্বি; প্রতিপক্ষ পাকিস্তান; ২০২২ সাল

উল্লেখ্য, শুক্রবার (২০ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ১০৯ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা। এর আগে, সিরিজের প্রথম দুই ম্যাচে ৭ ও ২৭ রানে জিতেছিল বাংলাদেশ।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD

Ad