প্রচ্ছদ / ক্যাম্পাস / বিস্তারিত

উপাচার্যের আশ্বাসে বিক্ষোভ কর্মসূচি স্থগিত করে ক্লাসে ফিরলো মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

১৭ ডিসেম্বর ২০২৪, ১২:০০:৫৪

ছবি: প্রতিনিধি,সংবাদবেলা

মোঃ রাহাদ আলী সরকার – মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিনিধি: দেশের ৩৭ তম পাবলিক বিশ্ববিদ্যালয় ও একমাত্র মেরিটাইম বিষয়ক বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা পূর্ব ঘোষণা অনুযায়ী ক্লাস পরিক্ষা বর্জন করে বিক্ষোভ সমাবেশ করেছে।

আজ বেলা ৯.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ব্যানার লাগানোর মাধ্যমে এ আন্দোলন শুরু হয়।এরপর বেলা বাড়ার সাথে সাথে আন্দোলন তীব্র আকার ধারণ করে এবং শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এসময় শিক্ষার্থীরা জানান,যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন সুস্পষ্ট লিখিত বক্তব্য না দিবে ততক্ষণ অব্দি তাদের এ আন্দোলন অব্যাহত থাকবে।এজন্য তারা ১২.৩০ ঘটিকা পর্যন্ত সময় বেধে দেন।

পরবর্তীতে নির্দিষ্ট সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন না আসলে তারা মিরপুর ১২ এর পল্লবী মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় মেরিটাইম ইউনিভার্সিটির অস্থায়ী ক্যাম্পাসের সামনে রাস্তা অবরোধ করে।এসময় রাস্তায় তীব্র যানযট দেখা যায়।

এর কিছু ক্ষণ পর বিশ্ববিদ্যালয়টির ভিসি এবং দায়িত্বশীল কর্মকর্তারা শিক্ষার্থীদের সাথে কথা বলার জন্য বিশ্ববিদ্যালয়ের নিচে আসলে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ তুলে নেন।

এসময় বিশ্ববিদ্যালয়টির ভিসি রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী শিক্ষার্থীদের কথা শোনেন এবং খুব দ্রুততম সময়ের মধ্যে সকল যৌক্তিক দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
শিক্ষার্থীদের প্রধান দুটি দাবি সেমিস্টার ফি ও বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের বিষয়ে জানতে চাওয়া হলে সবকিছু বিশ্ববিদ্যালয়ের হাতে নেই উল্লেখ করে তিনি বলেন,আমরা ইতিমধ্যে অফিসিয়ালি শিক্ষা মন্ত্রণালয়ে নাম পরিবর্তনের বিষয়ে চিঠি পাঠিয়েছি।আশা করি খুব দ্রুত পরিবর্তন হবে।এছাড়াও সেমিস্টার ফি এর সাথে যেহেতু ইউজিসি জড়িত এজন্য আমরা ১৭ই ডিসেম্বর তাদেরকে চিঠি পাঠাবো এবং ইতিমধ্যে শিক্ষার্থীদের সাথে আলোচনা করে যে সেমিস্টার ফি (৫০০০ টাকা) নির্ধারণ করা হয়েছে সেটিই পাঠানো হবে বলে জানানো হয়।প্রয়োজনে তিনি নিজে ইউজিসি চেয়ারম্যান ও উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন বলে শিক্ষার্থীদের জানান।
এ বিষয়ে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট,ফেসবুক পেজ ও মেইলে নোটিশ আকারে কাজের অগ্রগতি সম্পর্কে সবাইকে জানানো হবে বলে তিনি জানান।

ভর্তি দুর্নীতি ও বিশ্ববিদ্যালয়ের অন্যসকল সমস্যা সমাধানের জন্য বেলা ৩ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক,প্রশাসন ও শিক্ষার্থীরা আলোচনা করেন।এসময় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় কমিটি গঠন করে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন চাওয়া হবে এবং যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।এসময় কমিটিতে দুজন ছাত্র-ছাত্রী যুক্ত করারও আহবান জানানো হয় শিক্ষার্থীদের পক্ষ থেকে।
এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ে মাকসু প্রতিষ্ঠা,শ্রেণীকক্ষ থেকে সিসিটিভি অপসারণ,সবশেষে ক্যাম্পাস সাংবাদিকতার পরিবেশ যেন সুষ্ঠু ভাবে করতে পারে সবাই সে বিষয়ে প্রশাসনের সদয় দৃষ্টি আকর্ষণ করা হয়।

উল্লেখ্য,জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বৈষম্যহীন বাংলাদেশের অংশ হিসেবে মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবৎ অসামঞ্জস্য সেমিস্টার ফি এবং অন্যান্য যুক্তিসঙ্গত দাবিদাওয়া উপস্থাপন করে আসছিলো।কিন্তু বিশ্ববিদ্যালয়ের সাথে বিভিন্ন সময় বিভিন্ন বৈঠক ও একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে কোন সমাধান না আসায় এ আন্দোলন করেন শিক্ষার্থীরা।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য