প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত

ভালো লাগছে না, বিয়ে করে নেব: শ্রদ্ধা কাপুর

৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৬:৫৪

ছবি: সংগৃহীত

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও জনপ্রিয় শ্রদ্ধা কাপুর। প্রায়ই ব্যক্তিগত জীবনের ঝলক সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেন শ্রদ্ধা। সদ্য এথনিক আউটফিটে নিজের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন অভিনেত্রী।

এদিকে গোলাপি আনারকলি, এথনিক আউটফিটের সঙ্গে কানে ভারী দুল এবং ছোট্ট একটি টিপ পরেছেন অভিনেত্রী। খুব হালকা মেকআপ করেছেন। ছবিগুলো শেয়ার করে শ্রদ্ধা লিখেছেন, ‘ভালো লাগছে না! বিয়ে করে নেব?’

আসলে মজা করে এই পোস্টের ক্যাপশন লিখেছেন অভিনেত্রী। শ্রদ্ধার ছবিগুলো দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। সাবেকি সাজে মোহময়ী হয়ে উঠেছেন শ্রদ্ধা। এর মধ্যেই এক অনুরাগী শ্রদ্ধাকে দিয়ে বসলেন বিয়ের প্রস্তাব।

এদিকে শ্রদ্ধার ছবি দেখে অনুরাগী লিখলেন, ‘খুব সুন্দর দেখাচ্ছে! বিয়ে করবেন আমাকে?’ এমন প্রস্তাবের অবশ্য কোনো উত্তর দেননি শ্রদ্ধা। শ্রদ্ধাকে সর্বশেষ রণবীর কাপুরের বিপরীতে ‘তু ঝুটি ম্যায় মক্কার’-এ দেখা গিয়েছিল। তিনি বর্তমানে হিট হরর-কমেডি ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি ‘স্ত্রী ২’-এর জন্য কাজ করছেন।

এদিকে শ্রদ্ধা, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠি, অপারশক্তি খুরানা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবার ফিরিয়ে আনা হয়েছে সিকুয়েলে। ২০২৪ সালের আগস্টে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবির চিত্রনাট্যকার রাহুল মোদির সঙ্গে শ্রদ্ধার প্রেমের গুঞ্জন। ছবিতে কাজ করার সময় থেকেই নাকি দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে। তবে প্রেম নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি শ্রদ্ধা।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য