ঠাকুরগাঁও সুগার মিলের ৬৭তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
ছবি: প্রতিনিধি, সংবাদবেলা
ঠাকুরগাঁও থেকে: ঠাকুরগাঁওয়ের একমাত্র ভারী শিল্পপ্রতিষ্ঠান এবং রংপুর বিভাগের একমাত্র সচল সুগার মিল ঠাকুরগাঁও সুগার মিলস লি: এর ৬৭ তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে সুগার মিলের “কেইন কেরিয়ার” প্রাঙ্গনে ডোঙ্গায় আখ ফেলে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক (অর্থ) আবুল কালাম আজাদ।
ঠাকুরগাঁও সুগার মিলস লি: এর আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে মিলের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক (অর্থ) আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা বিএনপির সহ সভাপতি ইউনুস আলী, রহিমানপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু প্রমুখ।
এ সময় ঠাকুরগাঁও চিনিকল, পঞ্চগড় চিনিকল, সেতাবগঞ্জ চিনিকলের বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পরে ডোঙ্গায় আখ নিক্ষেপ করে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
উল্লেখ্য, এ বছর আখ মাড়াই মৌসুমে ঠাকুরগাঁও চিনি কলে আখ রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৮৫ হাজার মেট্রিক টন। চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় ৬ হাজার ২১০ মেট্রিক টন। চিনি আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয় ৭ দশমিক ৩১ শতাংশ। এতে আখ রোপন লক্ষ্যমাত্রা ধরা হয় ৭ হাজার একর। চলতি মৌসুমে অদ্যাবধি রোপন (চলমান) ১ হাজার ২৩০ একর জমি। মাড়াই কর্মদিবস ধরা হয় প্রায় ৭০ দিন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য