প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত

সংরক্ষিত আসনে এমপি হতে চান শাওন

৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৮:৪৫

ছবি: সংগৃহীত

এবারের দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ময়মনসিংহ বিভাগ থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলা থেকে ফরম সংগ্রহ করেন তিনি।

এর আগে সকাল ১০টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথে গিয়ে ফরম সংগ্রহ করেন মনোনয়ন প্রত্যাশীরা। সংসদে ৩০০ আসন বাদেও আরও ৫০টি আসন রয়েছে, যেগুলো নারীদের জন্য সংরক্ষিত। নির্বাচিত সংসদ সদস্যদের ভোটের মাধ্যমেই এসব আসনের সদস্য নির্বাচন করা হবে। যেটার আনুষ্ঠানিকতা শুরু হলো আজ মঙ্গলবার মনোনয়ন ফরম বিক্রির মাধ্যমে।

এদিন সকালে মনোনয়ন ফরম সংগ্রহ করেন অভিনেত্রী সোহানা সাবা, সৈয়দা কামরুন নাহার শাহনূর, নিপুণ আক্তার। এরপর একে একে মনোনয়ন ফরম নিতে দেখা যায় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর, তানভীন সুইটি, চিত্রনায়িকা জাকিয়া মুনসহ প্রমুখকে।

আওয়ামী লীগের কার্যালয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত আসনের এই মনোনয়ন ফরম বিক্রি চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতি দিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ফরম সংগ্রহ ও জমা কার্যক্রম। বাকি দুই দিনে আরও কয়েকজন নারী তারকা মনোনয়ন কিনবেন বলেও শোনা যাচ্ছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য