বিশ্ব ইজতেমার মাঠ হস্তান্তর আজ

ছবি: সংগৃহীত
সাইফুল্লাহ, নিজস্ব প্রতিবেদক: আজ ইজতেমার ময়দান হস্তান্তর করবে আলমী শূরার অনুসারীরা। মূলত গতকাল বিকাল পর্যন্ত ময়দানে মুসল্লীরা অবস্থান করছিলেন। গত রাতের ভেতর সমস্ত মুসল্লীরা ময়দান ত্যাগ করার পর আজ ময়দান বুঝিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয় আলমী শূরার ইজতেমা পরিচালনা কমিটি। বিকেলে সাদ অনুসারীদের কাছে ময়দান হস্তান্তর করবে বলে জানা যায়।
গত ৪ ফেব্রুয়ারী আখেরী মুনাজাতের মাধ্যমে আলমী শূরার ইজতেমা শেষ হয়। এ সময় ময়দান ত্যাগ করলেও উপরে সামিয়ানা রেখে চলে আসে তারা। মুরব্বীদের অনুরোধে সকল মুসল্লী এ সিদ্ধান্ত মেনে নেয়।
আগামী ৯, ১০ এবং ১১ ফেব্রুয়ারী সাদ অনুসারীদের ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইজতেমাকে উপলক্ষ করে বিদেশী মেহমানখানাকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেয় সাদ পন্থীরা।
আলমী শূরা বিশ্ব ইজতেমার শেষ দিনে আখেরি মোনাজাতের আগে হেদায়েতি বয়ান করেন মাওলানা মাওলানা জিয়াউল হক(পাকিস্তান) বয়ানের অনুবাদ করেছেন কাকরাইলের শূরা সদস্য মাওলানা নূরুর রহমান।
গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে লাখো মানুষের অংশগ্রহণে রোববার (৪ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছিল বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মোনাজাত শেষে বিশ্ব ইজতেমা থেকে বের হয়েছে ২৭৫০টি জামাত। এর মধ্যে দেশি জামাত রয়েছে ২৫৭৫টি। বিদেশি ১৯৫টি এবং মাস্তুরাত (মহিলা) জামাত ২৬টি।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য